নামকরণ নিয়ে এদেশে যা হয়েছে তা কোনো না কোনোভাবে সাম্প্রদায়িক বা
রাজনৈতিক ইস্যু কার্যকর ছিল এবং সেটি মোগল আমল থেকেই। যেমন: ফিরোজপুরের নাম
পিরোজপুর করা। অন্যদিকে চন্দ্রদ্বীপের মতো একটি নান্দনিক নামকে বরিশাল
করার !
পাকিস্তান আমলের পর জিয়া ও এরশাদ আমলে নামকরণের নতুন মাত্রা পায়। পাকবাহিনীর আত্মসমর্পণের স্থানে শিশু পার্ক স্থাপন করে জিয়া বলেছিলেন, "পরাজয়ের চিহ্ন মুছে দিলাম।" আর এরশাদ আমলে জমিদার জয়দেবের জয়দেবপুর হয় কুস্তিগীর গাজীর নামে গাজীপুর। আবার ময়মনসিংহকে মোমেনশাহী করা যায়নি, কিন্তু ব্রাহ্মণবাড়িয়াকে সুকৌশলে বিবাড়িয়া করার চেষ্টা এখনো অব্যাহত রয়েছে।
পাকিস্তান আমলের পর জিয়া ও এরশাদ আমলে নামকরণের নতুন মাত্রা পায়। পাকবাহিনীর আত্মসমর্পণের স্থানে শিশু পার্ক স্থাপন করে জিয়া বলেছিলেন, "পরাজয়ের চিহ্ন মুছে দিলাম।" আর এরশাদ আমলে জমিদার জয়দেবের জয়দেবপুর হয় কুস্তিগীর গাজীর নামে গাজীপুর। আবার ময়মনসিংহকে মোমেনশাহী করা যায়নি, কিন্তু ব্রাহ্মণবাড়িয়াকে সুকৌশলে বিবাড়িয়া করার চেষ্টা এখনো অব্যাহত রয়েছে।
কুমিল্লার কথা বিবেচনা করলে কুমিল্লা বিভাগ হওয়ার যোগ্য কারণ দাউদকান্দি
থেকে নোয়াখালী-ফেনী পর্যন্ত জনগোষ্ঠীর বিভাগীয় প্রয়োজনে চট্টগ্রামে যাওয়া
কষ্টকর, এছাড়া চট্টগ্রাম বিভাগের পক্ষেও এতগুলো জেলার জনগণের সেবাদান
জটিলতাপূর্ণ ও কঠিন। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন সহজ।যার জন্য দুজন সরকারী
কর্মকর্তা নিয়োগ ছাড়া অন্য কোনো প্রস্তুতির প্রয়োজন নেই।
কিন্তু ময়মনামতি নামে যুদি বিভাগ হয় তাহলে,বর্তমান ময়নামতি ইউনিয়ন, রেলস্টেশনসহ যা কিছু আছে সেগুলোর নাম কি পরিবর্তিত হবে? যদি না হয় তাহলে এটি হবে হাস্যকর বিষয়।
কুমিল্লা সিটি কর্পোরেশন, কুমিল্লা বোর্ডসহ সরকারী যে প্রশাসনিক ইউনিটগুলো আছে সেগুলোর নাম কি হবে?
বর্তমান ময়মনামতি ইউনিয়নের নাম পরিবর্তন না করে বিভাগ প্রতিষ্ঠা করতে হলে আর্থিক বরাদ্দ দিতে হবে কারণ সেখানে বিভিন্ন প্রশাসনিক ইউনিট স্থাপন করতে হবে। শুধু নামের জন্য এ অতিরিক্ত খরচ কি আদৌ প্রয়োজন নাকি যৌক্তিক?
কিন্তু ময়মনামতি নামে যুদি বিভাগ হয় তাহলে,বর্তমান ময়নামতি ইউনিয়ন, রেলস্টেশনসহ যা কিছু আছে সেগুলোর নাম কি পরিবর্তিত হবে? যদি না হয় তাহলে এটি হবে হাস্যকর বিষয়।
কুমিল্লা সিটি কর্পোরেশন, কুমিল্লা বোর্ডসহ সরকারী যে প্রশাসনিক ইউনিটগুলো আছে সেগুলোর নাম কি হবে?
বর্তমান ময়মনামতি ইউনিয়নের নাম পরিবর্তন না করে বিভাগ প্রতিষ্ঠা করতে হলে আর্থিক বরাদ্দ দিতে হবে কারণ সেখানে বিভিন্ন প্রশাসনিক ইউনিট স্থাপন করতে হবে। শুধু নামের জন্য এ অতিরিক্ত খরচ কি আদৌ প্রয়োজন নাকি যৌক্তিক?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন