জীবনের
মেঘে আজ তারারা ঢাকা পড়েছে,নিজের কথাগুলোও আজ হারিয়ে গেছে। রংধনুতে বিলীন
হয়ে গেছে স্বপ্ন । বারবার মনকে জিজ্ঞেস করে ঠিকানা ভুল ছিলো ? ভুল মানুষের
কাছে চিঠি চলে গিয়েছিলো ?আসলে ভুল ঠিকানায় চলে যাওয়া গল্পের পান্ডুলিপি
গুলো এমনি হয় তবুও মন কাঁদে অবুঝ হৃদয় ভালবাসা নিয়ে।
আবার কিছু
কিছু চিঠি আছে কখনো পোস্ট করা হয়না ।কখনো বলতে চেয়েও বলা হয়না । সবার জীবন
এমন কিছু মানুষ থাকে যাদের কখনো বলতে গিয়েও বলা যায় না ভালবাসি,বড্ড
ভালবাসি ।মনের মাঝে একটি অদ্ভুত ভয় কাজ করে, যদি সে ফিরিয়ে দেয় ,যদি সে রাগ
করে, যদি সে আর কথা না বলে ।
আর এমন চিঠি গুলোর জন্যই হয়তো গীতিকার ''রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর'' লিখেছিলেন ''ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো''
আর এমন চিঠি গুলোর জন্যই হয়তো গীতিকার ''রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর'' লিখেছিলেন ''ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো''
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন