কোন এক মহৎ ব্যাক্তি বলেছিলেন "আমরা অতৃপ্তি নিয়ে জন্মাই, আবার অতৃপ্তি
নিয়েই মরে যাই"। অতীতের ঘটে যাওয়া শত ক্ষত বিক্ষত স্মৃতিচারনে, ভবিষ্যতের
অনিশ্চিত ভাবনায় আমরা আমাদের বর্তমানকে নষ্ট করি।
"দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে" জীবনমানে নিজে সুখি, নিজের জীবনকেই সাজানো। জীবনমানে ব্যাংক ব্যালেন্স, গাড়ী-বাড়ী না।
"একজন মানুষ কয়েকটি গাড়ি বাড়ির মালিক হলেই যে সে সুখী হবে এমন কোন কথা নেই, আবার না থাকলেও যে সুখী হবে তেমনও কোন কথা নেই, জীবনে সুখি হওয়া নির্ভর করে আমাদের দৃষ্টিভঙ্গির উপর আমরা যা পেয়েছি তা নিয়ে কতটা সন্তুষ্ট তার উপর"
"দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে" জীবনমানে নিজে সুখি, নিজের জীবনকেই সাজানো। জীবনমানে ব্যাংক ব্যালেন্স, গাড়ী-বাড়ী না।
"একজন মানুষ কয়েকটি গাড়ি বাড়ির মালিক হলেই যে সে সুখী হবে এমন কোন কথা নেই, আবার না থাকলেও যে সুখী হবে তেমনও কোন কথা নেই, জীবনে সুখি হওয়া নির্ভর করে আমাদের দৃষ্টিভঙ্গির উপর আমরা যা পেয়েছি তা নিয়ে কতটা সন্তুষ্ট তার উপর"
জীবন একটি প্রশ্নবোধক অধ্যায়ের সমীকরন। আত্নহত্যার জন্য ঝাপ দেয়া
ব্যাক্তিটাও শেষ মূহুর্তে হাত দুটো উপুর করে দেয়, হয়তো শেষ মূহুর্তে তার
বেঁচে থাকার ইচ্ছে জাগে।
মাজে মাজে জীবনকে নিয়ে যখন ভাবি মনে হয় জীবন মানে কিছু অক্সিজেনের অপচয় মাত্র আবার মনে হয় জীবন মানে বিশাল দায়িত্ব সুন্দর পরিবার গড়ার।
আসলে জীবনটা অনেক সুন্দর, শুধু সুন্দর্যটা উপলব্ধি করার মানসীকতা প্রয়োজন।
মাজে মাজে জীবনকে নিয়ে যখন ভাবি মনে হয় জীবন মানে কিছু অক্সিজেনের অপচয় মাত্র আবার মনে হয় জীবন মানে বিশাল দায়িত্ব সুন্দর পরিবার গড়ার।
আসলে জীবনটা অনেক সুন্দর, শুধু সুন্দর্যটা উপলব্ধি করার মানসীকতা প্রয়োজন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন