বুধবার, ৮ মার্চ, ২০১৭

দিবস দিয়ে আইডেন্টিফাই না করা হউক এটাই কাম্

একজন আধুনিক পুরুষের বাণী
''নারী দিবসের কি আছে? পুরুষ দিবস তো কোথাও নাই।''

এই ধরনের কথা যারা ভাবেন তাদের কাছে খুবই সহজ একটা প্রশ্ন-- আপনারা কি জানেন কোন কিছু বিশেষ ভাবে কেন পালন করা হয় ? জানি প্রশ্নের উত্তরটি হয়তো ভুলে গিয়েছে বা সময় নেই নারী দিবসের মত অপ্রয়োজনীয় একটি বিষয়ের তাৎপর্য সম্পর্কে জানার ।

আসেন অল্প করে বলি #নারী_দিবস সম্পর্কে । আপনাদের এই পুরুষ শাষিত সমাজে নারীরা বঞ্চিত সেই বহু বহু যুগ ধরেই , এখনো অনেক আছে একেবারেই যায়নি । আর এই নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য একটা আন্দোলন প্রয়োজন ছিল আর সেটা হয়েছিল বিভিন্ন ভাবে যার ফলে নারীরা এখন অনেকটাই এগিয়ে।

তাই বিশেষ ভাবে অর্জিত দিন থাকা প্রয়োজন আর যারা বলে নারী দিবসের প্রয়োজন নেই তারা আসলে অভিনব কায়দায় নারীদের আবার বাক্সবন্দি করতে চায় ধীরে ধীরে। নারী অধিকার বোলতে যে উদ্ভট কিছু ধারণা রয়েছে আমাদের মধ্যে সেই ধারনা থেকে বেরিয়ে আসতে #Suffragette(2015) মুভিটি দেখুন , উপকার পাবেন । তাহলে কিছুটা ধারনা হবে নারী অধিকার বলতে আসলে কি বোঝায় ।

বাই দ্য ওয়ে,সব দিবস'ই হোক নারী এবং পুরুষের। সমানে-সমান, যে যা খুশি করুক, যেভাবে খুশি করুক। দিবস দিয়ে আইডেন্টিফাই না করা হউক এটাই কাম্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন