শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬

মধ্যবিত্ত ছেলে মেয়েরা হারতে জানেনা যারা

প্রত্যেক মিডলক্লাস ফ্যামিলির ছেলে মেয়ের হৃদয়ে একটা ম্যাপ আকা থাকে। বিস্তারিত স্বপ্নের ম্যাপ
.
ছোট্ট একটা একতলা বাড়ি হয়ত ,বাড়ি ছোট কিন্তু যার ভালোবাসার আয়তন পৃথিবীর চাইতে বড়। খুব বেশি কিছুনা, একসাথে সবার থাকা। বাবা মায়ের পা ছুয়ে রোজ ভোরে দু ভাই বের হওয়া জীবন সংগ্রামে। কোন এক ছুটির দিনে একটা গাড়িতে গাদাগাদি করে সবার ছুটে যাওয়া, শহরের বাইরে
.
ম্যাপটা ঘেরা থাকে শুধু মা বাবাতে। খুব দামি না, একটা টয়োটা চালিয়ে বাবার অফিসে হাজির হবে একদিন। পরিপাটি ব্রিটিশ শোফারের মত দরজা খুলে দিবে বাবার জন্য। সারাজীবন বাসে ঝুলে অফিস করলেন, আজ তার শিনাটা গর্বে দু এক ইঞ্চি ফুলে যাক।
.
বছরের পর বছর রান্নাধরের অন্ধকারে কাটান মায়ের হাতে দুটো বিমান টিকেট ধরিয়ে দিয়ে বলব যাও কক্সবাজার ঘুরে এস। আজ থেকে নাহয় আমরাই বাড়ি পাহারা দেই।
.
ম্যাপের বাম দিকটা বন্ধু বান্ধবের জন্য বরাদ্দ থাকে বয়স বাড়বে কিন্তু বুড়ো হবেনা। পিচঢালা পথ ধরে হেটে কুড়োবে নীলক্ষেত শাহবাগ পরিবাগের রাস্তায় পড়ে থাকা হাজারো মাইক্রো মেমোরিস। চায়ের কাপে ঝড় উঠবে সময় অসময়ে।
.
ম্যাপের মাঝখানটায় থাকে মধ্যবিত্ত ছেলে মেয়েদের ভালোবাসার কয়লা খনি। কয়লা পুড়ে হীরা হবে। টুয়েন্টি ওয়ান ক্যারেট আনকাট ডায়মন্ড। লাল শিফন বা সুতির পাঞ্জাবিতে জড়াব হবে ভালবাসার মানুষটাকে।
.
ঈদে চাদে পরিবার এক হবে। বাবা মা কে ঘিরে বসবে ছেলে মেয়েরা। চিরকালীন মধ্যবিত্ত পারিবারিক আড্ডার আসর জমবে সেবার্। মানুষের মত মানুষ হওয়া সন্তানদের ফুর্তির খুনসুটিগুলো খুশী খুশী দৃষ্টিতে দেখে প্রাণভরে সুখ নিবে বাবা মা
.
একটা বাড়ি
দুজন সুখী পিতামাতা
এক বাড়ি ভালোবাসা। প্রতিদিন সকালে ছোট ছোট স্বপ্নগুলোর বিস্তারিত একটা ম্যাপ নিয়ে জীবনযুদ্ধে নামে মধ্যবিত্ত ছেলে মেয়েরা। হারতে জানেনা যারা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন