বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬

মারা গেছে জেনারেল জ্যাকব

১৯২৩ সালে কলকাতার বাগদাদী জিউয়িশ কম্যুনিটিতে জেনারেল জ্যাকবের জন্ম হয়।
.
১৯৪২ এ জেনারেল জ্যাকব ইরাকে কর্মরত ছিলেন। পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাকে উত্তর আফ্রিকার ব্রিটিশ আর্টিলারি ইউনিটে পোস্টিং করা হয় নাতসী এরউইন রোমেলের আফ্রিকা কর্প্সের বিরুদ্ধে যুদ্ধ করতে
.
৭১ এর মুক্তিযুদ্ধে ডিসেম্বরে পাকিস্তান ভারতে বিমান হামলা করার পর ভারত বাংলাদেশ যৌথ কমান্ডের আন্ডারে যুদ্ধ পরিচালনা শুরুর পর জেনারেল জ্যাকব কে ইস্টার্ন কমান্ডের চিফ অফ স্টাফের দায়িত্ব দেয়া হয়।
.
তুখোড় স্ট্রাটেজিস্ট জেনারেল জ্যাকব মুক্তিবাহিনীর বিচ্ছুদের সাহস আর সেক্টর কমান্ডারদের ওয়ার কাইন্সিলের পরামর্শ নিয়ে ঢাকার পতন ঘটান মাত্র কয়েকদিনেই
.
কিন্তু একজন জেনারেল জ্যাকবের অবদান যুদ্ধ করার চাইতে বেশী কিছু
.
জেনারেল জ্যাকব সেই লোক ,পাকি জেনারেল নিয়াজি যখন মুক্তিবাহিনীর বিচ্ছুগো হাতে কাইচকা মাইর খাইয়া অপমানে কয়
" সারেন্ডার বাংলার কাছে না ,ইন্ডিয়ার কমান্ডের কাছে করব "
জেনারেল জ্যাকব সে কথা উড়াইয়া দিয়া বলেন " সারেন্ডার করলে বাংলাদেশ ইন্ডিয়া যৌথ কমান্ডের কাছে করতে হবে
.
জেনারেল জ্যাকব সেই লোক ,যে নিয়াজি বাংলার মানুষ কে উচিত শিক্ষা দেয়ার কথা বইলা উল্টা নিজেই মাইর খাইয়া ল্যাংটা হইয়া বলেন
" সারেন্ডার বাংলাদেশের মানুষের সামনে না একলা রুমে করব "
জেনারেল জ্যাকব উত্তর দিয়েছিলেন
" বাংলার জনগণকে তারা যে অবর্ণনীয় নির্যাতন ও দুঃখ-কষ্ট দিয়েছে, তারা এর সাক্ষী থাকুক। আত্মসমর্পণ অনুষ্ঠান হবে বাংলাদেশের জনগণের সামনে। রেসকোর্স ময়দানে এবং সেখানে তাঁকে তাঁর তরবারি সমর্পণ করতে হবে।"
.
জেনারেল জ্যাকব সে মানুষ ,আজকে ইন্ডিয়ার অনেকেই যখন ৭১ এর যুদ্ধকে কেবল পাক ভারত যুদ্ধ বলে জেনারেল জ্যাকব বলেন
.
"আমি সবসময়ই বলেছি, এটা আপনাদের স্বাধীনতার যুদ্ধ। আপনাদের মুক্তিযুদ্ধ।"
.
বাংলাদেশের স্বাধীনতাকে অনেক ইন্ডিয়ান যখন ভারতের দান বলেন জেনারেল জ্যাকব একজন ইন্ডিয়ান হয়েও উল্টো বলেন
.
“মুক্তিযোদ্ধা ও ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অসাধারণ বীরত্বের সুবাদেই স্বাধীন হয়েছে বাংলাদেশ। সীমিত সামর্থ্য নিয়ে স্রেফ তুমুল দেশপ্রেম পুঁজি করেই একটা শক্তিশালী নিয়মিত বাহিনীর বিরুদ্ধে জয় ছিনিয়ে এনেছে তারা। আমরা তাদের সাহায্য করেছি, আমরা তাদের সহযোদ্ধা। কিন্তু তাদের লড়াইটা তারা নিজেরাই লড়েছে। চেতনার পুরোটা ঢেলে দিয়েই তারা তাদের লক্ষ্য পূরণ করেছে।”
.
সে জেনারেল জ্যাকব আজ আমাদের ছেড়ে চলে গেল। আর আমরা খোজই নিলাম না মানুষটার্। যে মানুষটা যুদ্ধক্ষেত্রে ,লেখায় ,সাক্ষাতকারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ,মুক্তিযোদ্ধাদের পক্ষে আজীবন যুদ্ধ করে গেলেন
.
প্রজন্ম মনে রাখুক বা না রাখুক ইতিহাস মনে রাখবে জেনারেল জে এফ আর জ্যাকব নামে এক মানুষ ছিল যে কোন শর্ত ছাড়াই এই লাল সবুজ দেশটাকে হৃদয় দিয়ে বসেছিল
.
স্যালুট জেনারেল জ্যাকব। লেজেন্ডস নেভার ডাই


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন