বুধবার, ১৫ মার্চ, ২০১৭

বিশ্বজগত ছেড়ে অন্য বিশ্বে

মিল্কি ওয়ে গ্যালাক্সির ছোট্ট পৃথিবীর ছোট্ট একটি যানজটপূর্ণ শহরে জেন যান্ত্রিকতা আর পৃথিবীর ধুলার প্রলেপে ভোঁতা হয়ে গেছে সূক্ষ্ম অনুভূতিগুলো । তোমাদের ক্লান্ত শরীর কামনায় আসক্ত ,শরীর শুধু শরীর খোঁজে ।

যদি চালে যেতে পারতাম এন্ড্রমেডা গ্যালাক্সিতে অথবা চলে যেতে পারতাম আরও দূরে অন্য কোন অজানা গ্যালাক্সিতে ,যেটা এখনো আবিষ্কৃত হয়নি অতি শক্তিধর হাবল স্পেস টেলিস্কোপেতেও ।

বাই দ্য ওয়ে,মানুষের মন বিহঙ্গ পাখির মতো।মানুষের মন যেনো শরতের আকাশের মতো। এই মেঘ, এই রোদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন