সোমবার, ২০ মার্চ, ২০১৭

অভাগা যে‌দি‌কে চায় সাগর সেদিকেই শু‌কি‌য়ে যায়

সহস্র ব্যস্ত মানু‌ষের ভী‌ড়ে অা‌মি যেন একজন অসহায় স্বপ্ন বাহক, স্বপ্ন লালন ক‌রি একা‌ন্তে। হাজা‌রো প্রশ্ননের মন অাকা‌শের দিকে তা‌কি‌য়ে চিৎকার দি‌য়ে জান‌তে চায় উত্তর....।

মাঝে মাঝে পৃথিবীতে নিজেকে খুব বে‌শি বেমানান মনে হয়, খুব বেশি অসহায় বোধ ক‌রি। না পারছি নিজের জন্য কিছু করতে না পারছি অন্যের জন্য কিছু করতে। এমন মুল্যহীন জীবনের মানে কি?

কখ‌নো ভা‌বিনী পথ চলাটা এ‌তো ক‌ঠিন হ‌বে। কখনই ভা‌বিনী পৃ‌থিবীটা‌কে এ‌তো নিষ্ঠুর ম‌নে হ‌বে। হাজা‌রো ক‌ষ্টের সাগর সাঁত‌রে তী‌রে উঠার চেষ্টা কর‌ছি । কিন্তু অামা‌কে তী‌রে তোলার কেউ নেই। ভে‌সে চ‌লে‌ছি সত্য, ডু‌বে যায়‌নি এখ‌নো। ডু‌বে গে‌লে তো কবেই হারি‌য়ে যেতাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন