অভিবাসীর ঘামের টাকায় সচল রাখছে আমাদের দেশের অর্থনীতিকে
শুধু মাত্র যাদেরকে আপনারা "কু" নামে ডাকেন তাদের থেকেই ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত মোট ৬ লক্ষ ১৯ হাজার ১৩৮ জন বিদেশ গেছেন, যেটা রপ্তানি হওয়া মোট জনশক্তির প্রায় ১০.৯৪ শতাংশ এবং অবস্থান হিসেবে প্রথম।
আমরা কুমিল্লা বাশির রক্তের উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশের অর্থনীতি।
আমরা যারা কুমিল্লার তারা কি কোথাও কি লিখিত দিয়েছিলাম আমাদের সব ভোট নৌকায় দিবো? কোথাও কি আমাদের মুচলেখা আছে আমাদের সব ভোট নৌকায় যাবে? ভোট যদি আপনাদের ভাষায় গণতান্ত্রিক অধিকার হয়ে থাকে? তাহলে এই জনপদের লোকজন শুধু তাদের এই অধিকারটুকু ব্যবহার করেছে।আর তাতেই আপনাদের ফেটে যাচ্ছে।
শুধু মাত্র যাদেরকে আপনারা "কু" নামে ডাকেন তাদের থেকেই ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত মোট ৬ লক্ষ ১৯ হাজার ১৩৮ জন বিদেশ গেছেন, যেটা রপ্তানি হওয়া মোট জনশক্তির প্রায় ১০.৯৪ শতাংশ এবং অবস্থান হিসেবে প্রথম।
আমরা কুমিল্লা বাশির রক্তের উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশের অর্থনীতি।
আমরা যারা কুমিল্লার তারা কি কোথাও কি লিখিত দিয়েছিলাম আমাদের সব ভোট নৌকায় দিবো? কোথাও কি আমাদের মুচলেখা আছে আমাদের সব ভোট নৌকায় যাবে? ভোট যদি আপনাদের ভাষায় গণতান্ত্রিক অধিকার হয়ে থাকে? তাহলে এই জনপদের লোকজন শুধু তাদের এই অধিকারটুকু ব্যবহার করেছে।আর তাতেই আপনাদের ফেটে যাচ্ছে।
বাপের তাল্লুকের মত আসছেন নাম পরিবর্তন করতে,আপনাদের মতে আমরা কুমিল্লা
বাশি "কু" । হে ভাই আমরা কুমিল্লা বাশি "কু" ,আমরা পচা শামুক । আর এইটা তো
জানেনই পচা শামুকে পা কাটা যায় ।
বাই দ্য ওয়ে,বাংলাদেশি হিসেবে আমি যতটুকু গর্ব করি কুমিল্লার হিসেবে তারচেয়ে আরও বেশি করি। আপনার কাছে আপনার টুংগীপাড়া জান্নাত হলে, আমার কাছে কুমিল্লা জান্নাতুল ফেরদাউস।
বাই দ্য ওয়ে,বাংলাদেশি হিসেবে আমি যতটুকু গর্ব করি কুমিল্লার হিসেবে তারচেয়ে আরও বেশি করি। আপনার কাছে আপনার টুংগীপাড়া জান্নাত হলে, আমার কাছে কুমিল্লা জান্নাতুল ফেরদাউস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন