মানুষ ছেকা না খাইলে কি হতো?
অনেক কিছু হতো। পৃথিবী কিছু সফল সাহিত্য কর্ম তৈরি হতো না। মানুষ বুঝতেই পারতো না যে বিচ্ছেদের মধ্যেও অনেক বড় অনুপ্রেণরা থাকে। আমার মনে হয় প্রতিটা কষ্টের গানের পিছনে থাকে কারো না কারো কষ্টের তীব্র বহিৃপ্রকাশ। তাই মনে হয় সৃষ্টিকর্তা কিছু সৃষ্টিশীল মানুষদের এমন কষ্ট দিয়ে থাকে যাতে তারা সমগ্র সৃষ্টিকে কিছু দিয়ে যেতে পারে ।
আসলে জীবন যাত্রার এলোমেলো সরু পথ গুলো বড্ড বেশী আপেক্ষিক। কখনো একই পথকে সহজ মনে হয় আবার সেটাই কখনও গোলমেলে। অনেক বেশী জটিল এই সমীকরণ।হয়তো শেষ বিন্দুতেই রয়েছে এর সমাধান। আর তাই তো প্রকৃতি রহস্যময়, আবার প্রকৃতি রহস্য পছন্দও করে না।
অনেক কিছু হতো। পৃথিবী কিছু সফল সাহিত্য কর্ম তৈরি হতো না। মানুষ বুঝতেই পারতো না যে বিচ্ছেদের মধ্যেও অনেক বড় অনুপ্রেণরা থাকে। আমার মনে হয় প্রতিটা কষ্টের গানের পিছনে থাকে কারো না কারো কষ্টের তীব্র বহিৃপ্রকাশ। তাই মনে হয় সৃষ্টিকর্তা কিছু সৃষ্টিশীল মানুষদের এমন কষ্ট দিয়ে থাকে যাতে তারা সমগ্র সৃষ্টিকে কিছু দিয়ে যেতে পারে ।
আসলে জীবন যাত্রার এলোমেলো সরু পথ গুলো বড্ড বেশী আপেক্ষিক। কখনো একই পথকে সহজ মনে হয় আবার সেটাই কখনও গোলমেলে। অনেক বেশী জটিল এই সমীকরণ।হয়তো শেষ বিন্দুতেই রয়েছে এর সমাধান। আর তাই তো প্রকৃতি রহস্যময়, আবার প্রকৃতি রহস্য পছন্দও করে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন