শুক্রবার, ১১ জুন, ২০১০

গ্রামীণফোনের নিজস্ব হ্যান্ডসেট বাজারে

বাজারে নিজস্ব ব্র্যান্ডের নতুন মোবাইল হ্যান্ডসেট নিয়ে এসেছে গ্রামীণফোন। দেশে এই প্রথম কোনো মোবাইল অপারেটর নিজেদের ব্র্যান্ডের হ্যান্ডসেট বাজারে নিয়ে এলো।

সোমবার ঢাকা শেরাটন হোটেলে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ওডভার হ্যাসজেডাল বলেন, "১ সেপ্টেম্বর থেকে 'Grameenphone V100' হ্যান্ডসেটটি বাজারে পাওয়া যাবে, যা স্বল্পমূল্যে অনেক বেশি সুবিধা দেবে।"

চীনের হুয়াওয়ে টেকনোলজিস বিশেষভাবে গ্রামীণফোনের জন্য এই হ্যান্ডসেট তৈরি করছে। এই সেটে এফএম রেডিও, ইন্টারনেট, এমএমএস এবং ০.৩ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। সঙ্গে রয়েছে ১ বছরের ওয়ারJ্যান্টি। হ্যান্ডসেটটির দাম পড়বে ৩,১৯৯ টাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন