বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১১

‘ঘুসের টাকা ফেরত চাওয়ায় একজনকে ক্রসফায়ারে দিয়েছিলাম’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: ঘুসের টাকা ফেরত চাওয়ায় চাঁদাবাজি মামলার বাদীকে ক্রসফায়ারে হত্যার হুমকি দিয়েছেন সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মোল্লা সেলিম।

তিনি বাদীকে ভয় দেখিয়ে বলেন, ‘পুলিশ ঘুস নিলে ফেরত দেয় না। ঘুসের টাকা ফেরত চাওয়ার অপরাধে বরিশালে এক যুবককে ক্রস ফায়ারে দিয়েছিলাম।’

সাতক্ষীরা থানার আলোচিত এ মামলাটির বাদী পাটকেলঘাটা থানার রুহুল কুদ্দুসের ছেলে মাগফুর রহমান অভিযোগ করেন, ৮ এপ্রিল সদর থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন তিনি।

মামলার তদন্তভার পান এসআই মোল্লা সেলিম। তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেবেন বলে ওই এসআই তার কাছ থেকে কয়েক দফায় ১০ হাজার টাকা নেন। এমকি দেখা হলেই তাকে দু’টি দামি আইসক্রিম  ও ১০/১৫টি করে চকলেট দিতে হয়েছে বলেও জানান মাগফুর।

এক সময় তিনি জানতে পারেন, আসামিপক্ষের কাছ থেকে মোটা অংকের ঘুস নিয়ে গত ১ অক্টোবর মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন।

বিষয়টি জানার পর তিনি ঘুস হিসেবে দেওয়া টাকা ফেরত চাইতে গেলে তাকে নানা হুমকি দেন ওই এসআই।
এসআই মোল্লা সেলিমের সঙ্গে যোগাযোগ করলে বাদীর সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হয়েছে বলে দাবি করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন