বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১২

অ্যাপ্লিকেশন ডাউনলোডের ইতিহাস সৃষ্টি করলো আইফোন ,৩রা মার্চ ২০১২ তারিখে তাদের ২৫ বিলিয়নতম ডাউনলোড উদযাপন করছে


যারা প্রতিনিয়ত আইটিউনসের সাহায্য নিয়ে আইফোনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করে থাকেন তারা আজ অ্যাপলের ইতিহাসের একটি অংশ হয়ে গেলেন। অ্যাপল আজ ৩রা মার্চ ২০১২ তারিখে তাদের ২৫ বিলিয়নতম ডাউনলোড উদযাপন করছে। এবং ২৫ বিলিয়নতম ডাউনলোডকারীকে দিচ্ছে ১০ হাজার ডলারের একটি গিফট কার্ড। অ্যাপল তার ব্যবহারকারীদেরকে তাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছে।
a
অ্যাপলের আইফোনের জনপ্রিয়তা বৃদ্ধি পাবার মূল কারনই ছিল অ্যাপ্লিকেশন ডাউনলোড করার ধারণা। এর পূর্বে অ্যাপ ডাউনলোড করা গেলেও সেগুলোর পরিমাণ ছিল স্বল্প। অ্যাপল প্রথম বাণিজ্যিক ভিত্তিতে অ্যাপ ডাউনলোড সুবিধা দেয়া শুরু করে। অ্যাপগুলোর মূল্য কম হওয়ায় এবং বিভিন্নতার জন্য অ্যাপল খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠে ব্যবহারকারীর কাছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন