বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১২

This Blog Linked From Here The Web This Blog Linked From Here The Web Showing posts with label Apple. Show all posts Showing posts with label Apple. Show all posts Tuesday, April 3, 2012 By A Web Design Mac OS X এর TCP/IP সেটিংস Mac OS আমাদের দেশে এখনো তেমন জনপ্রিয় হয়ে উঠেনি। কারন Apple এর পিসি গুলোর দাম এখনো আমাদের দেশের সাধারন মানুষের ক্রয়ক্ষমতার রাইরে। কিন্তু উন্নত বিশ্বের দেশগুলোতে Mac OS X বেশ জনপ্রিয়। আমারা যারা কর্পোরেট অফিসগুলোতে আইটি সাপোর্টে কাজ করি তাদের মাঝে মধ্যে বেশ ঝামেলায় পড়তে হয়। কারন মাঝে মাঝে বাইরের দেশ থেকে কিছু ভিজিটর আসেন যাদের ল্যাপটপে থাকে Mac OS X। তাদেরকে আমাদের নেটওয়ার্ক ব্যবহার করতে দিতে হয় ইন্টারনেট ব্রাউজ এবং ইমেইল চেক করার জন্য। তাই Mac OS X এর কমন কিছু সেটিংস জানা থাকলে খুব কাজে আসে। আসুন দেখি Mac OS X এ IP কিভাবে সেট করতে হয়। ১. Apple মেন্যুতে গিয়ে System Preferences এ ক্লিক করুন। ২. Internet and Network এর অধীনে Network এ ক্লিক করুন। ৩. Show তে Built-in Ethernet সিলেক্ট করুন। ৪. TCP/IP ট্যাবে Configure IPv4 এ Manually সিলেক্ট করুন। ৫. IP Address, Subnet Mask, Router (Gateway), DNS Servers এর এড্রেস বসান। ৬. Apply Now বাটন ক্লিক করুন। ৭. System Preferences কুইট করে দিন। ব্যাস, পিসিটা আপনাদের নেটওয়ার্কে কানেক্টেড হয়ে যাবে। Plug N Play © Privacy Alter Hasnain at 1:01 AM 0 comments Links to this post Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook Labels: Apple Reactions: ম্যাক পিসিতে একসাথে ব্যবহার করুন MAC OSX এবং Windows সাধারণত মেকিনটোস কম্পিউটার এর মধ্যে MAC OSX (মানে মেকিনটোস এর অপারেটিং) ব্যবহার করা হয়। এখন আপনি চাইলে আপনার মেকিনটোস কম্পিউটার এ Windows Install করতে ও ব্যবহার করতে পারেন। এবং MAC OSX এবং Windows পাশাপাশি দুটো অপারেটিং ব্যবহার করতে পারেন। তা হলে আর দেরী কেন। যা যা লাগবে: MAC OSX 10.6.0 অথবা তার পরের যে কোন Version এবং Windows এর Installation Disk, MAC OSX এর ডিস্ক যা কিনা ম্যাক কেনার সময় বান্ডেল হিসাবে আসে। এবং Windows Disk যা হতে হবে Bootable(WinXPS2,Vista,Win7)। সাবধানতা: আপনার MAC OSX এর প্রয়োজনীয় ডাটা (কাজের)ফাইল গুলো CD/DVD or Flash এ কপি করে Backup রাখুন। যা করতেহবে তা হলো নিন্মরুপ: প্রথমে MAC ওপেন করুন, তারপর উপরে মেনুবার থেকে GO মেনুতে ক্লিক, তারপর Utilities এ ক্লিক, তারপর Boot Camp Assistant এর ক্লিক,তারপর Continue তে ক্লিক, তারপর Create a partition for windows ডায়ালগ বক্স আসবে। এবং নীচে লিখা থাকবে Macintosh HD will be Partitioned as এলিখাটির নীচে Partition বক্স দেখাবে এবং নীচে লিখা থাকবে Divide Equally এবং অন্যটিতে থাকবে Use 32 GB (আপনি যদি চান যে MAC OSX এবং Windows এর জন্য সমান সমান সাইজের Partition করবেন,তখন Divide Equally তে ক্লিক করুন। আর যদি Use 32 GB তে ক্লিক করেন তা হলে Windows এর জন্য ৩২ জিবি সাইজের partition তৈরী হবে। আপনার ইচ্ছে মতো partition করার জন্য মাঝখানের partition বক্সের মধ্যে ক্লিক করে ডানে বাঁয়ে টেনে Windows এর জন্য partition তৈরী করতে পারেন। এখন আপনি যে কোন একটি উপায়ে Partition এর জন্য সাইজ সিলেক্ট করে নীচে Partition এ ক্লিক করুন। তার পর কিছুক্ষন অপেক্ষা করুন, Partition তৈরী হবে এবং ডায়ালগ বক্স আসবে, ‌এবার Windows এর ডিক্স প্রবেশ করান এবং Start installation এ ক্লিক করুন। Mac Restart হবে এবং (২বার Restart হবে) এবং Windows install শুরু হবে। Partition option আসার পর Boot Camp(Fat32) Partition সিলেক্ট করে এন্টার চাপুন, তারপর NTFS File System সিলেক্ট করে এন্টার চাপুন, তারপর F চাপুন,করুন { NTFS File System Quick Format)ও করতে পারেন}।(এ অংশটুকু একটু সাবধানে করতে হবে কারন আপনার সামান্য ভুলে ম্যাকের অতি প্রয়োজনীয় ডাটা এবং partition ডিলিট হয়ে যেতে পারে, সে জন্য শুধু Boot Camp (Fat 32) লিখা partition ই ফরম্যাট করবেন) তার পর সাধারনভাবে Windows যে ভাবে install হয় সে ভাবে install করুন। Windows install হওয়ার পর Windows এর ডিস্ক বের করুন, এবং আপনার Macintosh Computer এর সাথে পাওয়া MAC OSX এর Disk টি প্রবেশ করান , এবং Auto Run হওয়ার জন্য অপেক্ষা করুন। Auto Run হয়ে Boot Camp (Welcome to the Boot camp installer) চালু হবে এবার Next ক্লিক তারপর I accept the terms in the license agreement সিলেক্ট করে Next তারপর Install ক্লিক করে অপেক্ষা করুন।(আপনার সবগুলো ড্রাইভার install হবে এবং MAC OSX এবং Windows এর মধ্যে সুইচ করার জন্য Boot Camp install হবে)। Install শেষে Finish ক্লিক করুন Restart চাইবে Yes ক্লিক করুন, Restart হবে। এবং ওপেন হওয়ার পর Boot Camp Help আসবে এবং ‍আপনি প্রয়োজন মনে করলে পড়ে নিতে পারেন। এবার MAC OSX এর Disk টি বের করুন। আপনার কাজ শেষ। এবার আপনার Windows এর জন্য প্রয়োজনীয় সব Application Install করুন। এবার আসি কি ভাবে Windows থেকে বের হবো বা Windows বন্ধ করে MAC OSX চালু করবো। আপনার Windows এর ডানে নীচে Taskbar এ Boot Camp নামে একটি আইকন যোগ হয়েছে,যার মাধ্যমে আপনি Windows এবং MAC OSX এর Switch করতে পারবেন। Task bar এর bootCamp আইকনে ক্লিক করে Restart in MAC OSX এ ক্লিক করুন yes এ ক্লিককরুন Restart হবে এবং MAC OSX চালু হবে। এবার আসি কি ভাবে MAC OSX থেকে বের হবো বা MAC OSX বন্ধ করেWindows চালু করবো। MAC OSX এর Taskbar থেকে System preferences ক্লিক, Startup Disk ক্লিক, এবং Windows on Boot Camp সিলেক্ট করে Restart ক্লিক, আবার Restart ক্লিক Restart হবে এবং Windows ওপেন হবে। Plug N Play © Privacy Alter Hasnain at 1:00 AM 0 comments Links to this post Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook Labels: Apple Reactions: ক্লোন পিসিতে ইনস্টল করুন Mac OS X যদিও Mac OS X কে বানানো হয়েছে শুধুমাত্র Apple এর Mac এ ব্যবহারের জন্য কিন্তু আপনি চাইলে ক্লোন পিসিতে ও OS X ইনস্টল করতে পারেন। তবে যে কোন পিসিতেই ইনস্টল হবে তা কিন্তু নয়। যেহেতু Apple তাদের ম্যাক এ ইন্টেলের প্রসেসর এবং চিপসেট ব্যবহার করে তাই আপনাকে ও ম্যাক এর ব্যবহার করা কনফিগারেশনের একসেসোরিজ ব্যবহার করে পিসি তৈরী করতে হবে। তবেই আপনার ক্লোন পিসিতে OS X চালাতে পারবেন। আপনি কোন কোন একসেসরিজ নির্বাচন করবেন তার জন্য নিচের লিংকগুলোর সাহায্য নিতে পারেন- OSx86 Project InsanelyMac OSx86 Hardware Database DSDT Database Kakewalk Compatible Motherboards Kexts.com Mac OS X Netbook Compatibility Chart আপনার ম্যাক কম্প্যাটিবল ক্লোন পিসি তৈরী হওয়ার পর। আপনাকে Mac OS X Snow Leopard Retail এর ডিভিডি যোগার করতে হবে। অরিজিনাল ডিভিডির দাম পরবে ২৯ ডলার। আর অনলাইনে টাকা পে করার ব্যবস্থা না থাকলে আপনার নিকটস্থ সিডির দোকানে একটু ঢুঁ মেরে দেখতে পারেন। একেবারে শেষ পদ্ধতি হল গুগলে Mac OS X Snow Leopard Retail DVD download লিখে সার্চ দিন :)। তবে Mac OS X এর ডিভিডি আপনি সরাসরি সেটাপ চালাতে পারবেন না। এজন্য আপনাকে অন্য একটি বুটেবল সিডির সহযোগিতা নিতে হবে। এই রকম দুটি বুটেবল সিডি হল iBoot এবং Empire EFI। এর মধ্যে iBoot সহজ তাই এটি দিয়ে প্রথমে চেষ্টা করতে পারেন। ডাউনলোড করুন নিচের লিংক থেকে- iBoot Empire EFI এগুলো ডিস্ক ইমেজ ফাইল। তাই সিডিতে রাইট করার সময় ডিস্ক ইমেজ হিসেবেই রাইট করতে হবে। ম্যাক কম্প্যাটিবল ক্লোন পিসি, Mac OS X Snow Leopard Retail এর ডিভিডি এবং iBoot এর বুটেবল সিডি তিনটি জিনিসই এখন আপনার কাছে আছে। এবার সেটাপের পালা- ১. প্রথমেই আপনার পিসির বায়োসে কিছু সেটিং ঠিক করে নিতে হবে। যেহেতু বিভিন্ন বায়োসের সেটাপ অপশন বিভিন্ন রকম তাই আমি সাধারনভাবে বলছি। আপনাকে আপনার পিসির বায়োস অনুযায়ী সেটা করতে হবে। ক. বায়োসে load the Optimized Defaults একটা অপশন থাকে সেটা বায়োসের মেইন স্ক্রিনেই থাকে আবার কিছু কিছু বায়োসে সেভ অপশনে ও থাকে। সেটা সেট করুন। খ. আপনার পিসির প্রথম বুট ডিভাইস হিসেবে CD/DVD কে সিলেক্ট করুন। এটা সাধারনত Advanced BIOS Features বা Boot অপশনে থাকে। অনেক বায়োসে CD,HDD,USB এই ধরনের সিকোয়েন্স হিসেবে থাকে। আবার অনেক বায়োসে First Boot, Second Boot এইভাবে আলাদাভাবে থাকে। গ. SATA হার্ডডিস্ককে AHCI মোডে সেট করুন এটা Integrated Peripherals সেটিং এ পেতে পারেন। PCH SATA Control Mode অথবা Onboard SATA/IDE Ctrl Mode বা উভই থাকতে পারে। ঘ. Power Management Setup এ HPET Mode কে 64-bit mode এ সেট করুন। ২. iBoot এর বুটেবল সিডি দিয়ে আপনার পিসি বুট করুন। বুট হয়ে নিচের ছবির মত দেখতে পাবেন iBoot এর সিডি বের করে Mac OS X Snow Leopard Retail এর ডিভিডি প্রবেশ করান। এবং F5 বাটন একবার চাপ দিন। সবকিছু ঠিক থাকলে নিচের ছবির মত দেখতে পাবেন। Mac OS X Install DVD সিলেক্ট করে এন্টার দিন। সেটাপ শুরু হয়ে যাবে। ৩. Mac OS X সেটাপের প্রথমে ভাষা নির্বাচনের অপশন পাবেন। ভাষা নির্বাচন করে পরের ধাপে যান। ৪. এই ধাপে হার্ডডিস্ক পার্টিশন করতে হবে। Utilities -> Disk Utility থেকে আপনার হার্ডডিস্কটি সিলেক্ট করুন। Partition এ ক্লিক করুন। ৫. Volume Scheme: এ 1 Partition সিলেক্ট করুন। Name: এ পার্টিশনের যে কোন একটা নাম দিন। Format: এ Mac OS Extended (Journaled) সিলেক্ট করুন। ৬. Options… বাটনে ক্লিক করে GUID Partition Table সিলেক্ট করে OK ক্লিক করুন। Apply ক্লিক করুন। ৭. Disk Utility বন্ধ করে ইনস্টলেশন শুরু করুন। পিসি রিস্টার্ট হবে। ৮. iBoot এর বুটেবল সিডি দিয়ে আবার আপনার পিসি বুট করুন। বুট হওয়া পর ইনস্টলেশন পার্টিশন হিসেবে ৫ নং ধাপে পার্টিশনের যে নাম দিয়েছিলেন তা দেখতে পাবেন। সেটা সিলেক্ট করে এন্টার দিন। OS X চালু হবে। ৯. সবশেষে Mac OS X Snow Leopard ওয়েলকাম ভিডিও দেখতে পাবেন। ১০. এবার Mac OS X 10.6.8 Combo Update এবং MultiBeast ডাউনলোড করুন। লিংক নিচে দেওয়া হল- Mac OS X 10.6.8 Combo Update MultiBeast ১১. MultiBeast চালু করুন। চালু করে রেখে দিন। MultiBeast প্রোগ্রামটি iBoot এর বুটেবল সিডি ছাড়া সরাসরি হার্ডডিস্ক থেকে বুট হওয়ার ব্যবস্থা করে দেবে। ১২. ডাউনলোড করা MacOSXUpdCombo10.6.8.dmg ফাইলটি মাউন্ট করুন। MacOSXUpdCombo10.6.8.pkg ফাইলটি ইনস্টল করুন। ইনস্টলেশন শেষে কম্পিউটার রিস্টার্ট করতে বলবে আপনি রিস্টার্ট করবেন না। ১৩. চালু রাখা MultiBeast এ ফিরে যান। EasyBeast Install এবং System Utilities সিলেক্ট করুন। Continue ক্লিক করে ইনস্টল শুরু করুন। ১৪. iBoot এর বুটেবল সিডি বের করে নিন। কম্পিউটার রিস্টার্ট করুন। Mac OS X Snow Leopard হার্ডডিস্ক থেকে রান হবে। সফল হোক আপনার ম্যাক এর যাত্রা। Plug N Play © Privacy Alter Hasnain at 12:59 AM 0 comments Links to this post Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook Labels: Apple Reactions: Mac OSX Bootup এর সময় যদি "?" চিহ্ন আসে এবং Boot না হয়ে Hang করে তাহলে কি করবেন? সাধারণত আমরা সবাই IBM /IBM comparable পি, সি ব্যবহার করি যার কারনে যারা মেকিনটোস পিসি ব্যবহার করেন তাদের সমস্যা ও সমাধান সাধারণ পি, সি থেকে ভিন্ন । যাক এখন আসি মূল কাজে Mac osx pc bootup এর সময় যদি "?" চিহ্ন আসে এবং বুট না হয়ে hang করে তখন আপনাকে যা করতে হবে, তা হলো নিন্ম রুপ(এ সমস্যা টি হয় Mac এর কুলিং Fan যদি প্রয়োজনীয় বাতাস দিতে না পারে অথবা যদি কুলারটি নষ্ট হয়ে থাকে, এটি সাধারণত ম্যাক মিনিতে হয়, তবে এটি অন্য ম্যাক এর জন্য ও কাজে আসবে ) প্রথমে আপনার Mac বন্ধ করুন, তার পর ভাল কম্পউটার hardware Engineer কে দিয়ে কুলার পরিস্কার করান অথবা নিজে কুলার পরিস্কার করুন। (মনে রাখতে হবে ম্যাক মিনি এর কেসিং এর খোলার জায়গা নীচে) Fan ধুলাবালি পরিস্কার করার জন্য হাওয়ার machine ব্যবহার করতে পারেন,আরো ভাল করে পরিস্কার করার জন্য circuit board cleaner লিকুইড ব্যবহার করতে পারেন। তারপর আবার Fan টি যথাস্থানে লাগিয়ে কেসিং বন্ধ করুন এবং Mac চালু করুন।(আর যদি কুলার নষ্ট হয়ে থাকে তা হলে আপনাকে mac বিক্রেতার থেকে কুলার কিনতে হবে।যদি Warranty থাকে তা হলে ভাল হয়তো বিক্রেতা Replace করে দিবে। সাধারণত আমাদের দেশে কুলার এর Warranty পাওয়া যায় না। সাবধানতা:Mac খোলার সময় ঠান্ডা মাথায় ও খুব সাবধানে খুলতে হবে ,কারন Mac এর প্রতিটি Hardware খুব দামী এবং সচরাচর পাওয়া যায় না।এবং সামান্য একটু ভুলের কারনে আপনার মূল্যবান mac টি নষ্ট হয়ে যেতে পারে।এবং Mac খোলার জন্য সাধারণ স্ক্রুড্রাইভার এর স্থলে বিশেষ স্ক্রুড্রাইভার ব্যবহার করতে হবে। যা সাধারণন সেট হিসেবে কিনতে পাওয়া যায়। You might also like: ম্যাক পিসিতে একসাথে ব্যবহার করুন MAC OSX এবং Windows ক্লোন পিসিতে ইনস্টল করুন Mac OS X **Pure Science**ব্ল্যাক হোল ( অ্যাস্ট্রোফিজিক্স) আসুন জেনে নেই দামী ব্র্যান্ডগুলোর সৃষ্টিকারী ব্যক্তিগুলো ... LinkWithin Plug N Play © Privacy Alter Hasnain at 12:59 AM 0 comments Links to this post Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook Labels: Apple Reactions: Sunday, March 18, 2012 অ্যানড্রয়েড নিয়ে পোস্টমর্টেম অ্যানড্রয়েড আজকাল অনেক জনপ্রিয় একটি নাম। এ সম্পর্কে জানার আগ্রহ সবার। কী এই অ্যানড্রয়েড? কেনই বা এত আলোচনা একে ঘীরে? বিশেষ করে সারা পৃথিবীতে স্মার্টফোনের বিপুল বিস্তারের ফলে, অ্যানড্রয়েড নামটি আরো বেশি মানুষের মুখে মুখে চলে এসেছে। এমনও হয়তো দেখা যাবে, একজন সাধারণ মানুষ কিংবা বাড়ির বুড়ো দাদা/দাদী এসে জিজ্ঞেস করছেন, আচ্ছা ‌অ্যানড্রয়েড আবার কী! এখানে আমরা চেষ্টা করবো কিছু বেসিক ধারণা দেয়ার। যারা ইতোমধ্যেই অ্যানড্রয়েড নিয়ে কাজ করছেন, তাদের জন্য হয়তো এলেখাগুলো খুব একটা কাজে দিবে না। তবে যারা কিছুটা জানতে চান, এবং ধীরে ধীরে এর দুনিয়ার প্রবেশ করতে চান, তারা হয়তো বেশ উপকৃত হবেন। আমরা ধীরে ধীরে অনেকগুলো আর্টিকেলের মাধ্যমে অ্যানড্রয়েড পরিচিত তুলে ধরার চেষ্টা করবো। অ্যানড্রয়েড(Android) বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম। এর নামকরণ করা হয়েছে “অ্যানড্রয়েড” নামক একটি রোবট-এর নাম অনুসারে, যা দেখতে অনেকটা মানুষের মত (উপরের ছবিটি দেখলে বুঝা যাবে)। লিনাক্স-এর উপর তৈরী করা (ওপেন লিনাক্স কার্নেল) এই অপারেটিং সিস্টেম তৈরী করেছে ‘গুগল’। এতে ব্যবহার করা হয়েছে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যদিও ২০০৫ সাল থেকে অ্যানড্রয়েড সফলভাবে কাজ করতে শুরু করে, তবুও এটা অফিশিয়ালী বাজারে ঘোষণা করা হয় ৫ নভেম্বর, ২০০৭। তার পরপরেই এসডিকে (সফটওয়্যার ডেভেলপম্যান্ট কিট) বাজারে ছাড়া হয়। আর ১ বছর পর ২০০৮ সালের নভেম্বরে প্রথম অ্যানড্রয়েড মোবাইল ফোন "জি-১" বাজারে ছাড়ে এইচটিসি/টি-মোবাইল। এই মাসেই পুরো সোর্স কোড ওপেন করে দেয়া হয়। সম্প্রতি বের হওয়া অধিকাংশ জনপ্রিয় স্মার্টফোন অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম সাপোর্ট করে। যেহেতু অ্যানড্রয়েড ওপেনসোর্স লিনাক্সে তৈরি, ফলে ডেভেলপার প্রয়োজনে এতে নানা পরির্বতন করে নিতে পারবে। নীচে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের একটি আর্কিটেকচার দেয়া হলো- অ্যানড্রয়েড চালিত বিভিন্ন ফোনের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বিভিন্ন হয়। এতে বিল্ট-ইন অ্যাপ্লিকেশন থাকে; পাশাপাশি এটি থার্ড-পার্টি প্রোগ্রামও সাপোর্ট করে। ডেভেলপাররা অ্যানড্রয়েড “সফটওয়্যার ডেভেলপার কিট” সংক্ষেপে SDK ব্যবহার করে অ্যানড্রয়েড-এর জন্য প্রোগ্রাম তৈরী করতে পারে। এটি জিএসএম টেলিফোনি সাপোর্ট করে, এবং মোবাইল ডিভাইসের জন্য অপটিমাইজ করা আছে। এতে অডিও, ভিডিও এবং বিভিন্ন ফরম্যাটের ছবি ইত্যাদি মিডিয়া সাপোর্ট রয়েছে। এতে রয়েছে ব্লুটুথ,এজ, থ্রি জি এবং ওয়াইফাই সুবিধা। সম্প্রতি এতে যোগ হয়েছে ফোর-জি প্রযুক্তি। এত সব সুবিধা আছে বলেই মোবাইল ডিভাইসে অ্যানড্রয়েডের প্রতিদ্বন্দ্বী বলতে গেলে নেই। গুগলের এই অপারেটিং সিস্টেম এত বেশী জনপ্রিয় যে, স্মার্টফোন আর অ্যানড্রয়েড এখন যেন অনেকটাই সমার্থক। আর তাই চাকুরীর বাজারেও অ্যানড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের স্থান অনেক উপরে! 2222222222222222222222222222222222222222222222222222222222222222222222222 যানড্রয়েড (Android) একটি জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম। যারা এ সম্পর্কে জানতে চান,তাদের জন্য আমরা চেষ্টা করবো এ সম্পর্কে কিছু বেসিক ধারণা দেয়ার। যারা ইতোমধ্যেই অ্যানড্রয়েড নিয়ে কাজ করছেন, তাদের জন্য হয়তো এ লেখাগুলো খুব একটা কাজে দিবে না। তবে যারা কিছুটা জানতে চান, এবং ধীরে ধীরে এর দুনিয়ার প্রবেশ করতে চান, তারা হয়তো বেশ উপকৃত হবেন। আমরা ধীরে ধীরে অনেকগুলো আর্টিকেলের মাধ্যমে অ্যানড্রয়েড পরিচিতি তুলে ধরার চেষ্টা করবো। গত পর্বে আসুন জানি: অ্যানড্রয়েড-এ আমরা জানিয়েছি অ্যানড্রয়েডের প্রাথমিক পরিচিতি। অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের একটি আর্কিটেকচার দেখিয়েছি আমরা। আপনারা দেখেছেন, অ্যানড্রয়েড কার্নেল, লাইব্রেরী, অ্যানড্রয়েড রান-টাইম, অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক, অ্যাপ্লিকেশন এই বিষয়গুলো নিয়ে অ্যানড্রয়েডের অবকাঠামো তৈরি হয়েছে। আজ আমরা জানবো অ্যানড্রয়েড কার্নেল সম্পর্কে। যারা এই লেখাটি পড়ছেন, তাদের সবাই কম বেশি কার্নেল শব্দটা শুনেছেন। এবং না শোনাটাই বরং অবাক হবার মতো ব্যাপার হবে। আর অ্যানড্রয়েড বা লিনাক্স শুনলে প্রথমেই কার্নেলের কথা চলে আসে। কিন্তু কার্নেল তো লিনাক্স-এর একার সম্পত্তি নয়। যে কোনও অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ, ম্যাক, লিনাক্স - সবারই কার্নেল রয়েছে। মূলত কার্নেল হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করে। এজন্য তার অনেক অনেক সোর্স কোড দরকার হয়। সোর্স কোডে অনেক অপশন থাকে । যখন হার্ডওয়্যারকে কোন কাজে লাগাতে হয় তখন সফটওয়্যার কার্নেলের মাধ্যমে তাকে নির্দেশ পাঠায়। কার্নেল সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে সংযোগ করে এবং আপনার দেয়া নির্দিষ্ট নির্দেশটি পৌঁছে দেয়। ছবি: অ্যানড্রয়েড সেন্ট্রাল ফলে আপনি যে কোন বাটন প্রেস করে সেই সুবিধা বা বৈশিষ্ট্যটি ব্যবহার করতে পারেন। মূলত কার্নেল এক পাশ থেকে ইনপুট নিয়ে অপর পাশে সেটাকে আউটপুট হিসেবে পাঠায়। স্ক্রিনের ঔজ্জ্বল্য কেমন হবে, ভলিউম লেভেল কি হবে, ব্লুটুথ অন করা, ইন্টারনেটে গেমস খেলা এমনকি ডিসপ্লেতে এই মুহূর্তে কি চলছে সেটাও নিয়ন্ত্রিত হয় কার্নেল দ্বারা! উদাহরণ স্বরূপ, আপনি যখন আপনার মোবাইলের সার্চ বাটনটিতে চাপ দেন, তখন মূলত সফটওয়্যারকে সার্চ অপশন খোলার জন্য নির্দেশ দেন। এভাবে কোন বাটন চাপলে কি করতে হবে সবকিছু আপনার সফটওয়্যারে লিখা থাকে, আর তাই আপনার বাটন চাপার ফলে চালু হয়ে যায় অপশনটি। আপনি যখন এই নির্দেশ দেন, তখন সফটওয়্যার থেকে সেই নির্দেশ অনুযায়ী কাজ সম্পাদনে সাহায্য করে কার্নেল। কিছু লজিক এবং কোড ব্যবহার করে এগুলো করা হয়। ভাবতে পারেন, যদি কার্নেল তথ্য এবং নির্দেশ গ্রহণ করতে এবং পাঠাতে না পারত, তাহলে একটি হার্ডওয়্যারের প্রতিটি ক্ষুদ্র অংশের জন্য আলাদা আলাদা কোড লিখতে হত! ডেভেলপারদের এখন যা করতে হয় তা হল, শুধুমাত্র অ্যানড্রয়েড যেন কার্নেলের সাথে ‘কম্যুনিকেট’ বা যোগাযোগ করতে পারে সে ব্যবস্থা করা। অ্যানড্রয়েডে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাঝে 'অ্যাবসট্রাকশন' বা অদৃশ্য লেয়ার হিসেবে কাজ করে কার্নেল। কার্নেলের মাঝে বিভিন্ন রকম ড্রাইভার এবং পাওয়ার ম্যানেজমেন্ট থাকে। ড্রাইভারের মধ্যে আছ ডিসপ্লে, ক্যামেরা, ফ্ল্যাশ মেমোরি , বাইন্ডার, কী প্যাড, ওয়াইফাই, অডিও ইত্যাদি। অ্যানড্রয়েড ডিভাইসে লিনাক্স ২.৬ ব্যবহার করা হয় কোর সিস্টেম সার্ভিসের জন্য; যেমন নিরাপত্তা, মেমোরি ব্যবস্থাপনা, প্রক্রিয়া ব্যবস্থাপনা, নেটওয়ার্ক স্ট্যাক, ড্রাইভার মডেল ইত্যাদি। তবে অ্যানড্রয়েড জিঞ্জারব্রেড এর জন্য যে কার্নেল ব্যবহার করা হয়, সেটি অ্যানড্রয়েড আইসক্রিম স্যান্ডউইচে কাজ করবে না। অর্থাৎ ভিন্ন ভিন্ন ভার্সনের জন্য কার্নেল ভিন্ন ভিন্ন হবে। অ্যানড্রয়েড ডিভাইসে লিনাক্স কার্নেল ব্যবহার করা হলেও অন্যান্য লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম থেকে এটি বেশ আলাদা। এখানে অ্যানড্রয়েডের জন্য অনেক কোড বিল্ট-ইন করে দেয়া আছে। গুগলের অ্যানড্রয়েড কার্নেল ব্যবস্থাপনা দল এজন্য কাজ করে যাচ্ছে। গুগল যে কাজটি করেছে তাহলো, পুরো কার্নেলটিকে মোবাইলের জন উপযোগী করে সাজিয়েছে, যেন আমরা সহজেই ওটার উপর অ্যাপ তৈরি করতে পারি। হার্ডওয়্যারের কঠিন জিনিসগুলোকে আমাদের কাছ থেকে লুকিয়ে ফেলেছে, এবং অল্প কমান্ড দিয়েই সেই হার্ডওয়্যারগুলোকে দিয়ে অনেক কাজ করিয়ে নেয়া যাচ্ছে। গুগল কিন্তু কার্নেল তৈরি করেই খালাস। সে কিন্তু কোন ড্রাইভার তৈরি করে না। যখন নতুন ডিভাইস আসে, সেটার জন্য যদি ডিভাইস ড্রাইভার লিখতে হয়, সেটা সেই প্রস্তুতকারী প্রতিষ্ঠানকেই লিখতে হয়। ফলে, সকল হার্ডওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যানড্রয়েডের জন্য তাদের ড্রাইভার তৈরি এবং পরীক্ষা করার পর বাজারে ছাড়ে। অর্থাৎ, আপনি যদি একটি কার্নেলের জন্য ড্রাইভার লেখেন, সেটা পরের ভার্সনের কার্নেলে কাজ না করার সম্ভাবনাই বেশি। আবার নতুন করে ওখানেই লিখতে হবে। সেজন্য নতুন ডিভাইস বাজারে আসতে এবং নতুন করে কোনও অপারেটিং সিস্টেম লোড করতে অনেক সময় লেগে যায়। তবে আমাদের মতো মানুষ, কিংবা সাধারণ ডেভেলপারদেরকে কার্নেলে হাত দেবার প্রয়োজন পরে না। অবশ্য কেউ যদি সেই লেভেলে কাজ করতে চান সেটা আলাদা কথা। গুগল অসংখ্য এপিআই (API) দিয়ে দিয়েছে। সেগুলো দিয়েই আমাদের কাজ চলার কথা। ২০০৫ সালে গুগল অ্যানড্রয়েড ইনক ডট নামের একটি প্রতিষ্ঠানকে অধিগ্রহণের মাধ্যমে এই ওএসের মালিক হয়ে যায়; এবং অ্যানড্রয়েডের বিভিন্ন রিলিজ দিতে থাকে। মূলত কার্নেলের ভিন্নতার জন্যই তাদের বিভিন্ন রিলিজ। এগুলোর আবার নামও দেয়া হয়েছে। এখানে উল্লেখযোগ্য রিলিজগুলোর নাম দেয়া হলো- অ্যানড্রয়েড ২.৩ - জিঞ্জারব্যান্ড ইউজার ইন্টারফেসকে আরো উন্নত করা হয়েছে, সফট কীবোর্ড উন্নত করা হয়েছে, গেমিং পারফরমেন্স উন্নত করা হয়েছে, ভয়েস ওভার আই.পির জন্য সিপ (SIP) যোগ করা হয়েছে, এবং নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) যোগ করা হয়েছে। অ্যানড্রয়েড ৩.০ - হানিকম্ব এটা মূলত ট্যাবলেট (বড় পর্দা) সাপোর্ট দেয়ার জন্য তৈরি করা হয়েছে। এবং সাথে আরো অনেক ইউজার ইন্টারফেস দেয়া হয়েছে। সাথে রয়েছে মাল্টিকোর প্রসেসর সাপোর্ট, নিরাপত্তা ইত্যাদি। ২০১১ সালে ফেব্রুয়ারি মাসে মটোরলার জুম ট্যাবলেট এই অ্যানড্রয়েড নিয়ে বাজারে আসে। অ্যানড্রয়েড ৩.১ - হানিকম্ব (মাইনর রিলিজ - মে, ২০১১) - বাড়তি ইনপুট ডিভাইসের সাপোর্ট দেয়া হয়েছে। তাছাড়া ক্যামেরা থেকে সরাসরি ইউএসবি পোর্টে ছবি/ভিডিও আপলোড করারও ব্যবস্থা যোগ করা হয়েছে। অ্যানড্রয়েড ৩.২ - হানিকম্ব (মাইনর রিলিজ - জুলাই, ২০১১) - এসডি কার্ড থেকে সরাসরি ডাটা পড়ার ক্ষমতা যোগ করা হয়েছে। হুয়াওয়ের মিডিয়াপ্যাড সর্বপ্রথম এই ভার্সনটি দিয়ে ৭ ইঞ্চি ট্যাবলেট বাজারে ছাড়ে। অ্যানড্রয়েড ৪.০ - আইসক্রিম স্যান্ড উইচ রিলিজ তারিখ: ১৯ অক্টোবর ২০১১। এর ভেতর হানিকম্বের সকল ফিচার দেয়া হয়েছে, এবং সাথে নতুন যুক্ত করা হয়েছে - ফেসিয়াল রিকগনিশন আনলক, নেটওয়ার্ক ডাটা ইউজেস মনিটরিং, উন্নত ফটোগ্রাফি, অফলাইন ই-মেইল সার্চিং ইত্যাদি। সফটওয়‌্যার প্রকৌশলীরা জানেন যে মাইনর রিলিজের জন্য কোন নাম পরিবর্তন করা হয় না। আর তাই হানিকম্ব এর ক্ষেত্রে গুগল শুধু সংস্করণ নাম্বার ৩.১ এবং ৩.২ ব্যবহার করেছে। ভার্সন ৪.০-এ এসে নাম পরিবর্তন করা হয়েছে। আপাতত এটুকুই থাকুক। এর ভেতর আরো কোনও আপডেট পেলে, এই পেজটি আপডেট করে দিব। প্রস্তুতি নেই পরের চ্যাপ্টার লেখার। সাথেই থাকুন। :-) Source You might also like: সর্বশেষ দেখা এক হালি মুভির শর্টকাট রিভিউ (ডাউনলোড লিংক সহ) প্রিন্টার নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা ও তার সমাধান দেশের বাজারে যাত্রা শুরু করলো নোকিয়ার চার নতুন ফোন আসুন জেনে নেই দামী ব্র্যান্ডগুলোর সৃষ্টিকারী ব্যক্তিগুলো ... LinkWithin Plug N Play © Privacy Alter Hasnain at 12:21 AM 0 comments Links to this post Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook Labels: Apple Reactions: Iphone এর জন্য গেম Modern Combat 3: Fallen Nation

যারা iphone,ipod,ipad ব্যবহার করেন তারা অবশ্যই ভাল গেম এর খোঁজ এ থেকন। তাই আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম Modern Combat 3: Fallen Nation
গেমটির কিছু তথঃ
রিলিজঃ ১২ই ফেব্রুয়ারি ২০১২
ভার্সন ঃ১.১.০
বিক্রেতাঃ গেমলফট
সাইজঃ ১.০৫জিবি
ভাষা ঃ ইংরেজী
REQUIREMENTS: Compatible with iPhone 3GS, iPhone 4, iPhone 4S, iPod touch (3rd generation), iPod touch (4th generation) and iPad. Requires iOS 4.0 or later.
SCREENSHOT:

ডাউনলোড লিঙ্কঃ  http://www.slingfile.com/file/J9Fajsmae1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন