অ্যাপলের অপারেটিং সিস্টেম আইওএস৬ থেকে বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল
ইউটিউব এবং গুগল ম্যাপস অ্যাপস যুক্ত অবস্থায় (বিল্ট ইন) না দেওয়ার
সিদ্ধান্ত নিয়েছিল। তবে যুক্ত অবস্থায় না দিয়ে আলাদাভাবে আইফোনের জন্য
ইউটিউব অ্যাপ তৈরি করার ঘোষণা দেয় গুগল।
নতুন এ অ্যাপসটি আইওএস৬ চালিত আইফোন, আইপড টাচে ব্যবহার করা যাবে। নতুন অ্যাপসটি অ্যান্ড্রয়েডে থাকা অ্যাপসের মতোই, তবে বেড়েছে নতুন কিছু বৈশিষ্ট্য। এখন যেকোনো ভিডিও থেকে সহজে সাবস্ক্রাইব করা যাবে। এ ছাড়া যুক্ত হয়েছে উন্নত ভিডিও খোঁজার সুবিধা। ব্যবহারকারীরা এ অ্যাপস থেকে পছন্দসই ভিডিও সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক, গুগল প্লাস, ক্ষুদ্র ব্লগিং সাইট টুইটারে শেয়ার করতে পারবেন। নতুন আইফোন ৫ আসার ঠিক আগের মুহূর্তে নতুন এ অ্যাপসটি চালু করল গুগল। আইফোন এবং আইপড টাচের পাশাপাশি শিগগিরই আইপ্যাডের জন্য ইউটিউব অ্যাপস আসছে বলে জানিয়েছেন ইউটিউব মুঠোফোন বিভাগের প্রধান অ্যান্ড্রো ড্রনিসেভ।
এর আগে গত মাসে আইফোন কিংবা আইপড টাচে ব্যবহারকারীরা ইউটিউব অ্যাপস ব্যবহার করতে পারবে না বলে জানিয়েছিল গুগল। তবে অ্যাপস ব্যবহার করতে না পারলেও অ্যাপলের নিজস্ব ব্রাউজার সাফারি দিয়ে ইউটিউব ব্যবহারের সুযোগ ছিল। তবে নতুন এ অ্যাপস সুবিধা পেতে আগের ব্যবহারকারীদের আইওএস৬ ইনস্টল করে নিতে হবে। আগের সংস্করণে অ্যাপসটি কাজ করবে না বলে জানিয়েছে গুগল।
নতুন এ অ্যাপসটি আইওএস৬ চালিত আইফোন, আইপড টাচে ব্যবহার করা যাবে। নতুন অ্যাপসটি অ্যান্ড্রয়েডে থাকা অ্যাপসের মতোই, তবে বেড়েছে নতুন কিছু বৈশিষ্ট্য। এখন যেকোনো ভিডিও থেকে সহজে সাবস্ক্রাইব করা যাবে। এ ছাড়া যুক্ত হয়েছে উন্নত ভিডিও খোঁজার সুবিধা। ব্যবহারকারীরা এ অ্যাপস থেকে পছন্দসই ভিডিও সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক, গুগল প্লাস, ক্ষুদ্র ব্লগিং সাইট টুইটারে শেয়ার করতে পারবেন। নতুন আইফোন ৫ আসার ঠিক আগের মুহূর্তে নতুন এ অ্যাপসটি চালু করল গুগল। আইফোন এবং আইপড টাচের পাশাপাশি শিগগিরই আইপ্যাডের জন্য ইউটিউব অ্যাপস আসছে বলে জানিয়েছেন ইউটিউব মুঠোফোন বিভাগের প্রধান অ্যান্ড্রো ড্রনিসেভ।
এর আগে গত মাসে আইফোন কিংবা আইপড টাচে ব্যবহারকারীরা ইউটিউব অ্যাপস ব্যবহার করতে পারবে না বলে জানিয়েছিল গুগল। তবে অ্যাপস ব্যবহার করতে না পারলেও অ্যাপলের নিজস্ব ব্রাউজার সাফারি দিয়ে ইউটিউব ব্যবহারের সুযোগ ছিল। তবে নতুন এ অ্যাপস সুবিধা পেতে আগের ব্যবহারকারীদের আইওএস৬ ইনস্টল করে নিতে হবে। আগের সংস্করণে অ্যাপসটি কাজ করবে না বলে জানিয়েছে গুগল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন