মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৩

উইন্ডোজ ৮,৭ এসপি ১,এক্সপি এসপি ৩ ডাউনলোড করুন।

সিস্টেম প্রয়োজনঃ

  • প্রসেসর: ১ গিগাহার্টজ (GHz) অথবা অত্যাধিক
  • রেম: ১ জিবি (32-bit) অথবা ২ জিবি (64-bit)
  • হার্ডডিস্ক স্পেস: ১৬ জিবি (32-bit) অথবা ২০ জিবি (64-bit)
  • গ্রাফিক্স: মাইক্রোসফট ডিরেক্ট এক্স ৯ গ্রাফিক্স ডিভাইস WDDM ড্রাইভার সাপোর্ট সহ

এক্সট্রা ফিচারস এর জন্য যা লাগবে

  • টাচ ব্যাবহার এর জন্য মাল্টি টাচ মনিটর লাগবে
  • উইন্ডোজ স্টোর এর জন্য ইন্টারনেট কানেকশন লাগবে এবং ১০২৪X৭৬৮ রেজুলেশন এর মনিটর লাগবে
  • কিছু ফিচারস এর জন্য মাইক্রোসফট অ্যাকাউন্ট লাগবে।
  • হাইপার-ভি ফিচারস এর জন্য ৬৪ বিট প্রসেসর এবং ২ জিবি মিনিমাম রেম লাগবে।

সিরিয়াল

  • সিরিয়াল টি আগে লিখে নিন অথবা কম্পিউটার বাদে অন্য কোথাও সংরক্ষণ করুন।
  • ইন্সটল এর সময় সিরিয়াল চাইবে।
  • তখন এখান থেকে একটি প্রবেশ করান
  • সিরিয়ালঃ Xky4K-2Nrwr-8F6P2-448Rf-Cryqh অথবা Rr3Bn-3Yy9P-9D7Fc-7J4Yf-Qgjxw (Pro with media center এর জন্য ও এই সিরিয়াল টি কাজ করে)
  • যদি কেউ শুধু প্রো ইন্সটল করেন এবং মিডিয়া সেন্টার ইন্সটল করতে চান তাহলে সিস্টেম প্রপার্টিজ থেকে Get more features এ ক্লিক করুন।
  • তারপর ক্লিক করুন i Have A Product Key
  • এবার উপরের ২য় সিরিয়াল কি টি প্রবেশ করান।
  • এবার আপনার পিসি মিডিয়া সেন্টার ডাউনলোড এবং ইন্সটল করা পর্যন্ত অপেক্ষা করুন।

যা আছে অল ইন ১ ভার্সনে

  • Windows 8 x86
  • Windows 8 N x86
  • Windows 8 Pro x86
  • Windows 8 Pro VL x86
  • Windows 8 Pro N x86
  • Windows 8 Pro with Media Center x86
  • Windows 8 Enterprise x86
  • Windows 8 Enterprise N x86
  • Windows 8 x64
  • Windows 8 N x64
  • Windows 8 Pro x64
  • Windows 8 Pro VL x64
  • Windows 8 Pro N x64
  • Windows 8 Pro with Media Center x64
  • Windows 8 Enterprise x64
  • Windows 8 Enterprise N x64

ডাউনলোড উইন্ডোজ ৮ অল ইন ১(৩.৯২ জিবি)

ডাউনলোড উইন্ডোজ ৮ ৩২ বিট প্রো ফ্রেশ ভার্সন (২.৫ জিবি)

ডাউনলোড উইন্ডোজ ৮ ৬৪ বিট প্রো ফ্রেশ ভার্সন (৩.৩৩ জিবি)

টেস্টেড একটিভেটর

  • ডাউনলোড
  • একটিভ করার আগে নেট অফ করে নিন
  • install.cmd কে Run as administrator দিন
  • কিছুক্ষণ অপেক্ষা করুন, যে পর্যন্ত না রি-লগিন নেয়।
  • রি-লগিন এর পর আপার কম্পিউটার রেজিস্টারটেড। এবার মজা নিন।

উইন্ডোজ ৭ আলটিমেট এসপি ১

    উইন্ডোজ ৭ সিরিজ এর সব থেকে ভাল অপারেটিং সিস্টেম হল উইন্ডোজ ৭ আলটিমেট। তাই শুধু আল্টিমেট টাই দিলাম। এটা সার্ভিস প্যাক ১ এ আপডেট করা আছে এবং ডিসেম্বর ২০১২ পর্যন্ত আপডেট করা।

ডাউনলোড উইন্ডোজ ৭ আল্টিমেট এসপি ১ ৩২ বিট (২.৮ জিবি)

ডাউনলোড উইন্ডোজ ৭ এসপি ১ আল্টিমেট ৬৪ বিট (৩.৮ জিবি)

একটিভেটর ২.০.৬

ডাউনলোড উইন্ডোজ এক্সপি প্রো এসপি ৩

    উইন্ডোজ এক্সপি উইন্ডোজ ৮ এর মতই এক সময় কম্পিউটার ব্যাবহার পদ্ধতি পরিবর্তন করে দিয়েছিল। এর জনপ্রিয়তা এখনও অনেক। এই সিরিজ এর সব থেকে ভাল ভার্সন টি হল প্রো ভার্সন। তাই আপনাদের জন্য এটাই দিলাম। এটা ২০১২ এর ডিসেম্বর পর্যন্ত আপডেট করা।

ডাউনলোড উইন্ডোজ এক্সপি প্রো এসপি ৩ (৬৪৭ এমবি)

এক্সট্রা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন