রাস্তায় ঘুরে ঘুরে এক পিচ্চি মেয়ে ফুলবিক্রি করছিলো,হঠাৎ একটা বাইক এর
ধাক্কা লাগে মেয়েটার গায়ে,মেয়েটা রাস্তায় পরে যায়, আর মেয়েটার হাতে
থাকা ফুলগুলো রাস্তায় পরে নষ্ট হয়ে যায়,বাইক চালক মেয়েটার দিকে না
তাকিয়েই চলে যায় সামনের দিকে,,,,,।
ধাক্কা লাগে মেয়েটার গায়ে,মেয়েটা রাস্তায় পরে যায়, আর মেয়েটার হাতে
থাকা ফুলগুলো রাস্তায় পরে নষ্ট হয়ে যায়,বাইক চালক মেয়েটার দিকে না
তাকিয়েই চলে যায় সামনের দিকে,,,,,।
রাস্তায় জমে থাকা পানির উপর দিয়ে বাইক চালিয়ে যাওয়ার সময় হালকা একটু পানি
ছিটে যায় ফুটপাতে দাঁড়িয়ে থাকা সুন্দরী মেয়েটার গায়ে,বাইক চালক বাইক থেকে
নেমে মেয়েটাকে সরি বলে,,,
সামান্যা পানি গায়ে লাগার কারনে সরি বলতে পারলো, কিন্তু পিচ্চি
মেয়েটাকে এক্সিডেন্ট করার পরেও কোন কিছুই বললো না।
তাহলে কি মেয়েটার কোন দোষ ছিলো,,,?
হ্যা ছিলো, মেয়েটার দোষ সে গরিব ঘরের সন্তান।
ফুলগুলো বিক্রি করতে পারলে মেয়েটা দুবেলা দুমোঠো ভাত খেতে পারতো,
কিন্তু ফুলগুলো নষ্ট হওয়ায় তাকে আজ না খেয়ে থাকতে হবে।
সামান্যা পানি গায়ে লাগার কারনে সরি বলতে পারলো, কিন্তু পিচ্চি
মেয়েটাকে এক্সিডেন্ট করার পরেও কোন কিছুই বললো না।
তাহলে কি মেয়েটার কোন দোষ ছিলো,,,?
হ্যা ছিলো, মেয়েটার দোষ সে গরিব ঘরের সন্তান।
ফুলগুলো বিক্রি করতে পারলে মেয়েটা দুবেলা দুমোঠো ভাত খেতে পারতো,
কিন্তু ফুলগুলো নষ্ট হওয়ায় তাকে আজ না খেয়ে থাকতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন