তোমাকে মানুষ কষ্ট দেবে, তুমি কষ্ট পাবে, ভেঙ্গে-চুরে একাকার হয়ে যাবে।
ছিন্ন-ভিন্ন হয়ে যাবে। আশেপাশের কাউকেই পাবে না। তবুও তোমাকে সকালের
সূর্যটা দেখতেই হবে।
তোমার দুই পায়ের উপর এখন নিজের শরীরের ভার নিয়ে হাঁটো। কিন্তু কাল তোমাকে
নিজের সাথে তোমার পরিবারের ভারও নিতে হবে। সেই দুই পায়ের উপর ভর করেই
তোমাকে অনেক মানুষের ভার নিয়ে মাইলের পর মাইল হাঁটতে হবে। কিন্তু তবুও
তোমাকে একটুও টলকানো চলবে না।
সাঁতার না জানা সত্বেও কেউ তোমাকে নদীতে ধাক্কা দিয়ে ফেলে দিবে। তুমি আঁকড়ে ধরার মত কিছুই পাবে না। তবুও তোমাকে নদীতে খাবি খাওয়ার মত সময়টুকুর মধ্যেই সাঁতার রপ্ত করে তীরে ফিরতে হবে।
তোমাকে সারাদিন ক্যারিয়ার নিয়ে দৌড়াতে হবে,আবার সারারাত কষ্টে জর্জরিত হয়ে
কেঁদে বালিশ ভেজাবে। রাতে না ঘুমিয়ে হলেও পরের দিন সকালে সঠিক সময়ে তোমাকে
কর্মস্থলে ও পৌঁছাতে হবে। তোমাকে সবকিছুই পারতে হবে, বিশ্বাস কর তুমি
পারবে.....
কারণ,
তুমি পুরুষ....
সব বাধাকে জয় করতেই যে জন্ম হয়েছে তোমার
তুমি পুরুষ....
সব বাধাকে জয় করতেই যে জন্ম হয়েছে তোমার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন