শনিবার, ১৩ আগস্ট, ২০১৬

তুমি নেই, কোথাও নেই


আঁধারগুলো কেমন বদলে যাচ্ছে আজকাল। আগের মত সেই ঘনত্ব আর নেই। নেই মোটা পর্দারমত কালো ভাজগুলোও। কষ্টগুলোকে লোকচক্ষুর অন্তরালে লুকানো যায়না এখানে এখন। জীবনের নানা না পাওয়াগুলোকে দিব্যি আঁধারের মাঝে ঝেড়ে ফেলে প্রশান্ত মন নিয়ে অনায়াসে আলোতে ফিরে আসা যেত। হয়তো সেটা কয়েক ফোটা অশ্রুর বিনিময়ে। 

আঁধারগুলো কেমন ফ্যাকাশে হয়ে গেছে। তাজা কষ্টগুলোকে লুকানো দুরে থাক, কোন কোন পুরোনো কষ্টগুলোও আঁধার ভেদ করে দুচোখে ভেসে ওঠে আজকাল।কষ্ট গুলো আজকাল রিতীমত নিজেদেরকে নতুন রঙে রাঙিয়ে কেমন লালসার দৃষ্টিতে তাকিয়ে থাকে আমার দিকে।

আমার দুচোখও টলটল করে ওটে, শরিরের লোমকুপের গোড়াগুলোতে কেমন হিমেল ভাব ছড়াতে শুরু করে, চন্দ্রহীন মধ্যরজনিকেও তখব বড্ড আলোকিত মনে হয়, পালাতে ইচ্ছে করে কিন্তু পাদুটো ততক্ষনে শক্তিহীণ, মনে মনে গালি দিতে থাকি বদলে যাওয়া আঁধারকে আর ভাবি জীবনের সার্থকতা নিয়ে। কষ্ট, অসহ্য কষ্ট।  


সে কষ্টগুলোর মাঝে তুমি আছো কিনা জানতে চাইছো? তুমি নামক কষ্টগুলোকে আমি আঁধারে ছেড়ে দেয়নি, সেগুলোকে কৃত্রিম দ্বীপে এরকম ৭ টা আঁধারের নিচে চাপা দিয়েছি। চারপাশে অশ্রু নদ। তুমি নেই, কোথাও নেই।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন