শনিবার, ১৩ আগস্ট, ২০১৬

কল্পরাণী


বালিকা! তুমি কি জানো ভালোবাসা কারে কয়?
চলার পথে একটু দৃষ্টি বিনিময়ে ভালোবাসা কিভাবে হয়?

যখন পিচঢালা রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে থেমে যেতে চায় বাস্তবতার কষাঘাতে আহত হয়ে,ক্ষয়ে যাওয়া জুতা পড়া দুটি পা,একটি দেহ, একটি জীবন, ঠিক তখনই কল্পলোকে তুমি আসো একটু দৃষ্টি ভালোবাসা নিয়ে।

বালিকা!তুমি কি জানো নির্ঘুম রাত জেগে কার কথা ভাবি?
কারে দেখবো বলে দিবানিশি চোখ পেতে রাখি?

একটি শান্ত নদী, পাল ছাড়া একটি নৌকা,সদ্য ফোটা বেলিফুলের মিষ্টি গন্ধ,আর একটি জোছনা রাত আসে।নিঃশব্দে উঠে বসি ডিঙি নায়ে,আকাশ থেকে জোছনা বিলানো চাঁদ, আর চাঁদের আলোয় আলোকিত আরেকটি চাঁদ-দুটি চাঁদের সাথে আমি এই কল্পপ্রেমী,কল্পনা দেখি রাত জেগে।

বালিকা!তুমি কি জানো হৃদয়ের ক্যানভাসে সদা কার ছবি আঁকি?
বালিকা তুমি সব-ই জানো তবু কেন দাও আমায় ফাঁকি?

রূপালী জোছনায় ভিজে ভিজে ভেসে চলে যাই ঢেউবিহীন কল্পনার প্রশান্ত মহাসাগরে।
তোমাকে দেখতে দেখতে ভুলে যাই সেইসব পিচঢালা রাস্তা, ক্ষয়ে যাওয়া জুতা, আর ভুলে যাই যত অপ্রিয় বাস্তবতা।কল্পনায় বেঁচে থাক আমার আঁকা তোমার প্রশান্তির ছবি আর কল্পনায় তুমি থাকো আমার কল্পরাণী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন