সোমবার, ১৫ আগস্ট, ২০১৬

বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে বাংলাদেশই শুধু এতিম হয়নি, বিশ্ববাসীও হারিয়েছে একজন মহান সন্তানকে



সত্যিই কি আজ আমরা মুক্ত?

স্বাধীনতার ৪৫ বছর পরেও কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়িত হতে পেরেছে ?

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা কি শুধু খিচুড়ি বিতরনের মধ্যেই সীমাবদ্ধ ?

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যারা আজ কে তার উত্তরসূরি বলছে, তারা আজ তার স্বপ্ন পুরনের দায়িত্ব নিয়ে নিজেরাই স্বপ্নদোষে ভুগছে।বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে তারা নিরীহ বাঙ্গালীর রক্তে রঞ্জিত করছে ।
যান বঙ্গবন্ধু, রামপাল বিদ্যুৎ প্রকল্পের নামে আজ তোমার সোনার বাংলার ঢাল স্বরূপ সুন্দরবনকে মানচিত্র থেকে বিলীন করে দেয়ার জন্য আয়োজনের কোন কমতি করছেনা তারা ।

বঙ্গবন্ধু তুমিতো আমাদের স্বাধীন বাংলাদেশের স্থপতি এবং স্বাধীনতা-সংগ্রামের মহানায়ক। তুমি যান যে বৈষম্যের বিরুদ্ধে,পরাধীনতার শৃঙ্খল থেকে, কষ্ট থেকে,দারিদ্রতা থেকে বাঙ্গালী জাতীকে মুক্ত করার জন্য পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলে,তোমার কথায় যে পূর্ব পাকিস্তানের সাত কোটি মানুষ তথা সাধারণ নাগরিক হতে শুরু করে, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী সহ সকল শ্রেণীর মানুষ মুক্তিগান গেয়েছিল,মুক্তিযুদ্ধ করছিল,জীবন দিয়ে যে স্বপ্নদেখেছিল তা আজ স্বপ্ন স্বপ্নই থেকেগেল।

যান আজ আমরা কেউ ভালো নেই।
কোটি বাঙ্গালীর সাথে সুন্দরবনের ঐ হিংস্র পশুরাও অশ্রুসিক্ত নয়নে আজ জানতে চায়, " বঙ্গবন্ধু, তবে এই কি ছিলো তোমার সোনার বাংলার স্বপ্ন ??

বি:দ্র:আমার কোন প্রকার রাজনীতির সাথে সম্পর্ক নিয়ে কিন্তু আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালবাসী একজন মহান নেতা হিসেবে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন