শনিবার, ৬ আগস্ট, ২০১৬

হায়রে নয়া জমানার ভালবাসা

নারী,
শুনেছি তোমাদের প্রেমভরে কাছে টেনে নিতেই নাকি আমাদের পুরুষ জাতীর জন্ম, কিন্তু কী জান ? আজন্ম খুজেও আমি সে প্রেমের দেখা পাই নি ।

হৃদয় মাঝে নিজেকে অনেক খুঁড়ে-খুঁজে তবে যা পেয়েছি তাকে কী প্রেম বলে কি না আমি জানি না, কী যে বলে তাও জানি না, শুধু জানি,আমার এ চোখ দু’টি সৌন্দর্যের পূজারী,আর হ্যাঁ, আমি সৌন্দর্যে বৈষম্য করি।

আমার চক্ষুতৃষ্ণায় যদি তুমি শ্রাবণের মেঘ হতে পারো তবেই, শুধু তবেই আমি তোমায় চাইবো প্রাণে ধরতে, হয়তো ক্ষণিকেরই সাধে।হ্যাঁ, হ্যাঁ, ক্ষণিকেরই সাধে।

তুমি কেন যে বোঝোনা ? এটাই যে সত্য। যে সুধার ডালি সাজিয়ে তুমি ভেবেছো বধ করবে আমায়, সে ডালি ফুরালে বলো কেন থাকবো আমি ? আর যদিওবা থাকি
তবে জেনো সে প্রেম নয়,সে আমার শুধুই কর্তব্যরাখী।

বিঃ দ্রঃ বতর্মান জমানার প্রেম-ভালবাসা.....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন