মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬

মনের মাঝে শোকের প্রজাপতি

স্মৃতি খুব বেদনা দায়ক, তাড়িয়ে বেড়ায় যুগের পর যুগ তবে ছোট্ট সে লোনা জলে ভরে যেত যেই নদীটি দুই চোখের পথ বেঁয়ে। একদিন হয়ত শুকিয়ে মরুভূমি হবেই , আর কত স্মৃতিরাও একদিন ঝাপসা হয়ে আসবে।

আসলে প্রত্যেক মানুষেরই একটি করে নিজস্ব নদী থাকে,থাকে হাঁটুজল,দু'চোখ ভরা পুরনো স্পর্শ কাতর কিছু স্মৃতি। নিম্নজ্জিত ব্যস্ত মাঝির পালতোলা ডিঙি নৌকা মতই চলতে হয় বাতব জীবনের কম্পিত বাতাসে ,এগিয়ে যেতেই হয় তৃষ্ণাফাঁটা গলায় গান ধরে।

তবুও মনের মাঝে শোকের প্রজাপতি চিরন্তন ওড়ে চলে,দুঃস্বপের ভেতর জীবন তবুও দেখায় স্বর্গ থেকে উড়ে আসা স্বপ্ন পাখি দের । নিজের সংসার বলতে হারানো সম্পর্ক আর কিছু স্মৃতি তারপরেও শেষরাতে মনের শহর জাগে ওঠে, আর আমি সেই শহরে নিজেকে সাপলুডোর মত উপর নীচ করি।

কখন যে বিন্দু বিন্দু হতে হতে বছর গুলো ভরে গেলো জঙ্গলে,তারই উত্তর পাইনি এখনো সময়ের কাছে,আর তাইতো আজ কষ্টকোষ গুলো কষ্টের মালা গাথে । দেখা হবে হয়ত হৃদয়ের চৌক চিতার আগুন নিয়ে,সয়ম পেরিয়ে সয়মইরি হাত দরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন