জানালার গ্লাসে বিন্দু বিন্দু জমে আছে জল । চারদিকটা কালো হয়ে আসছেল।
বাসে উঠা মাত্রই বৃষ্টি। একেবারে ঝুম বৃষ্টি যাকে বলে। জানালার ঝাপসা কাঁচে
দেখছিলাম বৃষ্টি। কিছু কিছু জিনিস দেখলে চোখে শান্তি শান্তি ভাব আসে। এই
যেমন বৃষ্টি টা।
আচ্ছা এই বৃষ্টির দিনে কেন জানি ভাবতে ভালই লাগে। ঝাপসা কাঁচে দেখলাম একটা ছেলে একটা মেয়ে ভিজে ভিজে মেইন রোড দিয়ে হেঁটে যাচ্ছে । আনমনে কাঁচে ওদের ঘিরে একটা লাভ সাইন একে দিলাম। তার উপর বৃষ্টির ছাঁট এসে পড়ে। ওরা ভিজে যায়,ভিজে যায় আমার আঁকা সেই ভালবাসার বৃত্ত আর ভিজে যাই আমি।
আর তাইতো মনের সমুদ্রে আজ উঠেছে ঢেউ, বলতে ইচ্ছে করছে
" মেঘবালিকা,আমায় তুমি নিবে তোমার সাথে?
জলের ফোটায় ভাসব দু'জন গহীন সমুদ্দুরে। "
আচ্ছা এই বৃষ্টির দিনে কেন জানি ভাবতে ভালই লাগে। ঝাপসা কাঁচে দেখলাম একটা ছেলে একটা মেয়ে ভিজে ভিজে মেইন রোড দিয়ে হেঁটে যাচ্ছে । আনমনে কাঁচে ওদের ঘিরে একটা লাভ সাইন একে দিলাম। তার উপর বৃষ্টির ছাঁট এসে পড়ে। ওরা ভিজে যায়,ভিজে যায় আমার আঁকা সেই ভালবাসার বৃত্ত আর ভিজে যাই আমি।
আর তাইতো মনের সমুদ্রে আজ উঠেছে ঢেউ, বলতে ইচ্ছে করছে
" মেঘবালিকা,আমায় তুমি নিবে তোমার সাথে?
জলের ফোটায় ভাসব দু'জন গহীন সমুদ্দুরে। "
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন