রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬

আমি আমার কাছ থেকে সরে গেছি

জীবন মৃত্যুর ডামাডালে-এ জীবন,
তবুও আছে হাসি,কান্না আর বেদনার সংমিশ্রন।

হাঁটতে হাঁটতে আমি আমার কাছ থেকে ক্রমাগত সরে গেছি।
আমার কাছে ফিরবো বলে কসম করেও সে কথা রাখতে পারিনি চলে গেছি সহস্র লক্ষ মাইল দুরে। যাত্রাপথে পখ ভুলে আমি কখনো তলিয়ে গেছি চালতা ফুলের পাপড়ি তে
কখনো চলে গেছি বর্ষার দুর্বার আকর্ষণে ফিজি উপত্যাকায় । কখনো চলে গেছি হোয়াইট হাউজের অন্দরে,অবিবেচক মুসাফিরের মতো এক মরুভূমির রোদ নিয়ে।


আজ হাঁটতে হাঁটতে আমার পা পচে গেছে।
শেষে পাদুটো ফেলে দিয়েছি সাইবেরিয়ায় নেকড়ের খাবার হিসেবে। আমি কেবল ঊষার সূর্যের মতো ক্রমাগত সরে গেছি আমার থেকে । আমি আমাকে সমগ্র মহাবিশ্বের বিনিময়ে কিনতে চেয়েছিলাম। হয়নি। এখন আমি জল। আমার সারা শরীরে বিবর মহাকাল। আর এখন আমার শরীরে পদাতিক ঘড়ির কাঁটার শব্দ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন