এক আকাশ আক্ষেপে ভরা মধ্যবিত্তদের জীবন,সারা মাস, সারা বছর এমনকি
আমৃত্যু হতাশার মধ্যায়ই কাটে,ইশ বেতনটা যদি আর একটু বাড়তো অথবা যদি আমার
একটা গাড়ি থাকতো।এই টুকরো টুকরো অসংখ্য হাহাকার নিয়েই- মৃত্যু হয় তাদের।
মধ্যবিত্তদের পকেট থাকে ফাঁকা, কারণে-অকারণে তাদের ঘরে,বাইরে,অফিসে শুনতে হয় নানান কথা। প্রতিনিয়ত বাস্তবতার সাথে তাদের হয় সংঘর্ষ,মধ্যরাত্রে মধ্যবিত্তরা ভাবে পৃথিবীর সকল কষ্ট শুধু তাদের চারপাশে শক্ত অদৃশ্য দেয়াল, মধ্যবিত্ত মানেই শুধু পরাজয়- দিনের পর দিন।
দিনের শেষে মধ্যবিত্তের সব রাগ গিয়ে পড়ে ঈশ্বরের উপর,অনন্ত নক্ষত্রবীথিতে রাগ করার তাদের আর যে কেউ নেই,তারপরও মধ্যবিত্তরা বেঁচে থাকে, এই সমাজে তাদের সংখ্যাই বেশ, তারা এক আকাশ স্বপ্ন নিয়ে বেঁচে থাকে-একদিন যদি তাদের স্বপ্ন গুলো সত্যি হয়।
মধ্যবিত্তদের পকেট থাকে ফাঁকা, কারণে-অকারণে তাদের ঘরে,বাইরে,অফিসে শুনতে হয় নানান কথা। প্রতিনিয়ত বাস্তবতার সাথে তাদের হয় সংঘর্ষ,মধ্যরাত্রে মধ্যবিত্তরা ভাবে পৃথিবীর সকল কষ্ট শুধু তাদের চারপাশে শক্ত অদৃশ্য দেয়াল, মধ্যবিত্ত মানেই শুধু পরাজয়- দিনের পর দিন।
দিনের শেষে মধ্যবিত্তের সব রাগ গিয়ে পড়ে ঈশ্বরের উপর,অনন্ত নক্ষত্রবীথিতে রাগ করার তাদের আর যে কেউ নেই,তারপরও মধ্যবিত্তরা বেঁচে থাকে, এই সমাজে তাদের সংখ্যাই বেশ, তারা এক আকাশ স্বপ্ন নিয়ে বেঁচে থাকে-একদিন যদি তাদের স্বপ্ন গুলো সত্যি হয়।
বোকা মধ্যবিত্তরা জানে না,
অভিশপ্ত জীবনের কোনো কিছুই কখনও সত্যি হয় না।
অভিশপ্ত জীবনের কোনো কিছুই কখনও সত্যি হয় না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন