সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬

শীতের দান মানে কি শুধুই কম্বল?

নগড় জুড়ে অট্টালিকায় সমাজ অাজ সভ্য
বড় বড় মিল কারখানায় বাতাস দূর্ভেদ্য ,
মনের ভেতরে ক্লেশে ক্লেশে আজও জরাজীর্ন
মুমুর্ষ মানবতা icu তে বন্দী বাঁচার আশা ক্ষীণ ৷

দিনাজপুর/ রংপুর/ ঠাকুরগাঁ / পঞ্চগড় / কুড়িগ্রাম এর শীতের কথা শুধু জানি না, এখানে থেকেছি আমি, জানি কি অসহ্য শীত এখানে সইতে হয় ছিন্নমূলদের, কি অসহায় অবস্থায় কাটায় কিছু মানুষ, কুঁকড়ে কিভাবে শুয়ে থাকে ষ্টেশনে, কিভাবে কেউ কেউ কাগজ পুড়িয়ে আগুন জ্বালিয়ে সারারাত কাটায় কিভাবে দিনের বেলা তারা শীতে কাতর হয়ে কাটায়৷

শীতের দান হিসেবে সবাই শুধু কম্বল ই বেছে নেয়, তাও আবার কেউ কেউ ২০০/৩০০ টাকার পাতলা কম্বল৷ যা আমরা বিছানায় বিছিয়ে রাখি ৷

শীতের দান হিসেবে দুঃস্থদের জন্য কি শীত বস্ত্র বেছে নেয়া যায় না...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন