শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬

আবেগের ফেরিওলা

ব্যস্ত শহর জেগে থাকে
সন্ধ্যে রাতের হলদে বাতির আলোয়।

আর আমি হেটে বেড়াই সন্ধ্যা রাতের শহরে,নিঃসঙ্গ রাস্তার পথিক হয়ে। আলো-আধারের অদ্ভুত মায়াজালে চেনা জানা সব অলি গলির পথ ভেঙে রাতজাগা প্রহরীর মতন জেগে থাকি, অনুভব করি অচেনা এক শহরকে। চেনা শহরের অজানা অস্পর্শ মায়ায় অভিমানের ঝোলায় আবেগ ফেরি করে বেড়াই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন