আহা ! কী অপরূপ আমার দেশটি
পরে আছে মায়ের সবুজ-শ্যামল শাড়ি
তবুও আমি বিন দেশে পরে থাকি
আমি নিজের খাঁচায় নিজেই বন্দি পাখি ।
ব্যস্তবের মুখোমুখি এখন আমি, হয়তো আবার ফিরে আসবো-ধানশালিকের সোনালী মাঠের প্রান্তরে আবার ফিরে আসবো শিশির সিক্ত ঘাসের শীতল বুকের সবুজ রঙে।
পরে আছে মায়ের সবুজ-শ্যামল শাড়ি
তবুও আমি বিন দেশে পরে থাকি
আমি নিজের খাঁচায় নিজেই বন্দি পাখি ।
ব্যস্তবের মুখোমুখি এখন আমি, হয়তো আবার ফিরে আসবো-ধানশালিকের সোনালী মাঠের প্রান্তরে আবার ফিরে আসবো শিশির সিক্ত ঘাসের শীতল বুকের সবুজ রঙে।
মনে হয় কত সহস্র বছর আমি সন্ধ্যা নামা দেখিনা,কি অপূর্ব মায়াবী সন্ধ্যা।
ফিরে আসবো শেষ বিকেলের আয়ু ফুরিয়ে আসা,টুকরো টুকরো রোদ্দুর কণা গুলো ধিরে
ধিরে কালোর অতল গহব্বরে মিলিয়ে যাওয়া দেখতে ।মৃদু বাতাসে হালকা হিমেল
হাওয়ায় এলোমেলো সব ভাবনা গুলো মাঝে আবছায়ায় তোমাকে দেখার জন্য আবার ফিরে
আসবো। ফিরে আসবো আমাকে অবাধ্য করে দেয়া তোমার ঐ নীল চোখের যাদু,এক মুহুর্ত
দেখার জন্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন