শীতপ্রধান দেশগুলোতে প্রায়ই শোনা যায় শৈত্যপ্রবাহে জনজীবন স্থবির। এতজন মারা গেছেন। সেসময় সেসব দেশের রাষ্ট্রপ্রধানদের মুখের হাসি মিলিয়ে যায়। যেকোনো প্রাকৃতিক দুর্যোগ দেশের রাষ্ট্রপ্রধানদের বিপর্যস্ত করে তুলে। রাষ্ট্রপ্রধানরা মনে করেন, এটা তাদের জন্য যুদ্ধাবস্থার মতো।
ব্যতিক্রম শুধু বাংলাদেশেই । এদেশের মানুষের দুর্যোগ নিয়ে রাষ্ট্রের মন্ত্রীরা হাসাহাসি করেন। সুনামগঞ্জের হাওড়ের বন্যা পরিস্থিতিতে ফসল এবং জলজ প্রাণীর ক্ষয়ক্ষতির কথা প্রকাশ করায় মিডিয়ার প্রতি ক্ষোভ প্রকাশ করে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, আপনারা বলতেছেন, এত হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এত মেট্রিক টন মাছ মরেছে। এটা মেপে দেখলো কে?
প্রধানমন্ত্রীর কথা শুইনা কেন জানি "আদুভাই" এর কথা মনে পইরা গেল । আদুভাই
দেখলো বইয়ে লেখা, "পৃথিবীর তিনভাগ জল একভাগ স্থল।" তখন সে ঠাট্টা করছিলো, "
এঁহ...এটা মেপে দেখলো কে?"
মানুষ কষ্টে আছে। সব ফসল নষ্ট হয়ে গেছে। মাছ মরে গেছে সব। নানা পানিবাহিত রোগ ছড়িয়ে পড়েছে। আর আমাদের দেশের মন্ত্রীরা মজা লয় "ইউরেনিয়াম পাওয়া গেলে তো ভালো কথা। ইউরেনিয়াম অনেক দামি জিনিস!" আমাদের দেশের মন্ত্রিরা দেশের মানুষের দুর্গতি নিয়ে ঠাট্টা করেন। আহারে আমার বাংলাদেশ!
মানুষ কষ্টে আছে। সব ফসল নষ্ট হয়ে গেছে। মাছ মরে গেছে সব। নানা পানিবাহিত রোগ ছড়িয়ে পড়েছে। আর আমাদের দেশের মন্ত্রীরা মজা লয় "ইউরেনিয়াম পাওয়া গেলে তো ভালো কথা। ইউরেনিয়াম অনেক দামি জিনিস!" আমাদের দেশের মন্ত্রিরা দেশের মানুষের দুর্গতি নিয়ে ঠাট্টা করেন। আহারে আমার বাংলাদেশ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন