টেনশন জিনিসটার মাঝেই মহা চিন্তার ময় এক ভাবনা লুকাইয়া আছে ।জীবনের নানা
বাকে নানা ভাবে নিজেকে নিয়ে মিথ্যার বেড়া জাল যখন বাস্তবে এসে পড়ে তখন এক
টা ছেলে বা মেয়ে টেনশনে পতিত হয় ।
চারদিক থেকে যখন ধেয়ে আসে ক্যারিয়ার গড়ে তুলার নানা কথা বার্তা । কে হয় না ,কি হলো ,কবে হবে ইত্যাদি কথার তীরে বিদ্দ্য হতে হতে টেনশন এর মাত্রা বেড়েই চলে ।
জীবন নামক রেলগাড়ি টা তখন ঠিক লাইনচুত্য হবার আশঙ্কাও থাকে । অনেকেই অনেক খারাপ পথে পা বাড়ায় । কেউ বা জীবন যুদ্ধ পরাজিত হয়ে চুপসে যায় সমাজ থেকে ।
চারদিক থেকে যখন ধেয়ে আসে ক্যারিয়ার গড়ে তুলার নানা কথা বার্তা । কে হয় না ,কি হলো ,কবে হবে ইত্যাদি কথার তীরে বিদ্দ্য হতে হতে টেনশন এর মাত্রা বেড়েই চলে ।
জীবন নামক রেলগাড়ি টা তখন ঠিক লাইনচুত্য হবার আশঙ্কাও থাকে । অনেকেই অনেক খারাপ পথে পা বাড়ায় । কেউ বা জীবন যুদ্ধ পরাজিত হয়ে চুপসে যায় সমাজ থেকে ।
আমাদের মূল টেনশন টাই হইতাছে অর্থ কেন্দ্রিক । বাড়ি,বাবা, মা তার
প্রতিক্ষায় রয়েছে । কিছু তো একটা করতেই হবে । আর এই টেনশন নামক জিনিসটাই
হাজার টা সম্ভবনা কে নস্ট করে দিয়ে যায় । কেউ কিন্তু ইচ্ছা করে টেনশন করে
না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন