অনেক বিয়ের কার্ড দেখেছি যেখানে লেখা থাকে, 'উপহার নয়, দোআ ই কাম্য'
আর এক বুক দোআ নিয়ে খেতে গিয়ে আবিষ্কার করলাম, সেখানে উপহার গ্রহণের জন্য একটি টেবিল বরাদ্দ রাখা হয়েছে । উপহার লিপিবদ্ধ করার জন্য একজন জ্যান্ত মানুষ রীতিমত বসে আছে।
আবার আরেকজন আছে বেশ ভালোভাবে তদারকি করে। ভাবখানা এমন খালি হাত দেখলে পারে না বয়কে ডেকে বলে, হেতেরে মুরগীর রান দিস না, কিছু না নিয়ে বিয়া খাইতো আইছে। মনে হয় জীবনে কোন দিন বিয়া খায় নাই।
আর এক বুক দোআ নিয়ে খেতে গিয়ে আবিষ্কার করলাম, সেখানে উপহার গ্রহণের জন্য একটি টেবিল বরাদ্দ রাখা হয়েছে । উপহার লিপিবদ্ধ করার জন্য একজন জ্যান্ত মানুষ রীতিমত বসে আছে।
আবার আরেকজন আছে বেশ ভালোভাবে তদারকি করে। ভাবখানা এমন খালি হাত দেখলে পারে না বয়কে ডেকে বলে, হেতেরে মুরগীর রান দিস না, কিছু না নিয়ে বিয়া খাইতো আইছে। মনে হয় জীবনে কোন দিন বিয়া খায় নাই।
বাই দ্য ওয়ে, চট্টগ্রাম থাকা কালীন মেচ লাইফে অনেক বিয়ার দাওয়াত খাইচ্ছি
আমি আর মেচের মাহফুজ ভাই । কোনটা অনুমোদিত আবার কোনটা অনুমোতি ছাড়াই তবে
বেশির ভাগ অনুমোতি ছাড়াই ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন