বুধবার, ১৭ মে, ২০১৭

রাতের গল্প


প্রত্যেক রাতেরই একটি করে গল্প থাকে,ফিসফিসানি থাকে, থাকে কয়েকশ দীর্ঘশ্বাস কিংবা ছোট্ট একটা ইতিহাস। ভোরের আলো ফোটার সাথে সাথে সবটাই আড়াল হয়ে যায় কর্মব্যস্ত দিন কিংবা ঘুমন্ত দুপুর এ।

প্রত্যেক রাতের গল্পেরই প্রাণ আছে, কিছু নিঃশ্বাস আছে, কিছু বিশ্বাস-অবিশ্বাস আছে,আছে মন ভাঙার শব্দ কিংবা, অভিমানের গন্ধ। আর সে রাত কেউ অনুভব করে কেউ বা করে না,তাতে কী আসে যায়

একেকটা রাত যেন শতবর্ষের জমানো গল্পের পাহাড়, কান্না-হাসির বোঝা। সব শহরেই রাত নামে, গল্প জমে। আর তা কেউ জানে বা হয়তো জানে না।

খুব চুপচাপ চারপাশটা,কয়েক ঘণ্টা আগেই যে আবারও রাত নেমেছে, কারন দিনের আলো যে একটু অন্যরকম, যে আলো রাতের আঁধারকে যে আড়াল করে চায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন