মোবাইল ফোন বর্তমানে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে অন্যতম। কারণ আমরা বর্তমানে যোগাযোগের জন্য অনেকাংশে মোবাইল ফোনের উপর নির্ভরশীল। আর এজন্য বিভিন্ন ফোন সেট নির্মাতা প্রতিষ্ঠানগুলো নতুন নতুন প্রযুক্তির ফোন সেট বাজারে আনছে। মোবাইল ফোন সেটের এত দ্রুত অগ্রগতি আমাদেরকে ইঙ্গিত দেয় যে, ভবিষ্যতের ফোন সেটগুলো হবে স্মার্টফোন অর্থাৎ ফোন সেটগুলোতে সংযুক্ত হবে অ্যাপ্লিকেশন প্রসেসর যার মাধ্যমে অনেক আকর্ষণীয় অ্যাপ্লিকেশন রান করানো সম্ভব হবে।
সাধারণত স্মার্টফোনগুলোতে একাধিক হার্ডওয়্যার কম্পোনেন্ট সংযুক্ত থাকে এবং বিভিন্নভাবে এই কম্পোনেন্টগুলো সংযুক্ত থাকতে পারে। স্মার্টফোনে অ্যাপ্লিকেশন প্রসেসর ছাড়াও থাকে বেজব্যান্ড চিপ (থ্রিজি নেটওয়ার্কে যুক্ত হওয়ার জন্য), অন্যান্য কমিউনিকেশন চিপ (যেমন- ব্লুটুথ, জিপিএস ফাংশন এবং ওয়াইফাই-এর জন্য) এবং আলাদাভাবে থাকে গ্রাফিক্স প্রসেসর, মেমোরি আরো অনেক কিছু। অনেক ক্ষেত্রে নির্মাতা প্রতিষ্ঠান এসব কম্পোনেন্টগুলোকে একত্রিত করে বাজারে ছাড়ছে।
বর্তমানে ছয় ভাগের মাত্র এক ভাগ ফোন সেটকে স্মার্টফোন সেটের আওতায় ফেলা যায়, তবে এর সংখ্যা দ্রুত গতিতে বেড়ে চলেছে। বিশেষ করে আমেরিকাতে। সাধারণ ফোন সেটের ভবিষ্যত ফুরিয়ে এলেও বাজারে এখন এর চাহিদা বিদ্যমান। অ্যাপ্লিকেশন প্রসেসর থাকার কারণে বর্তমানে স্মার্টফোনগুলো অনেক দ্রুতগতির হয়েছে এবং সাথে সাথে বাজারে মাল্টিকোর ভার্সন প্রসেসরও আসতে শুরু করেছে। বর্তমানের স্মার্টফোন সেটগুলো পারসোনাল কম্পিউটারের প্রায় অধিকাংশ অ্যাপ্লিকেশনসই রান করতে সক্ষম হচ্ছে। বর্তমানে ব্রডকমের ভিডিও কোর আইভি চিপ প্রায় ১০৮০পি রেকর্ডিং এবং প্লেব্যাক সাপোর্ট করে এবং সাথে সাথে ডিজিটাল ক্যামেরা সেন্সরের ক্ষেত্রে ২০ মেগাপিক্সেল পর্যন্ত সাপোর্ট করে থাকে। এটি আসলে একটি কো-প্রসেসর হিসেবে তৈরি করা হয়েছে, যা মূলত বেজব্যান্ড অথবা অ্যাপ্লিকেশন প্রসেসরের সাথে মিলিত হয়ে ফোন সেটগুলোর গ্রাফিক্স ও ভিডিও কোয়ালিটি বৃদ্ধিতে সহায়তা করে।
বিভিন্ন ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের পণ্যের কোয়ালিটির উপর ব্যাপক গুরুত্বারোপ করছে যেমন ব্লুটুথ লো এনার্জি, শরীরের উপর মোবাইল ফোন সেটের রেডিয়েশনের প্রভাবে ইত্যাদি। অনেক কোম্পানি লো পাওয়ার চিপ তৈরি করে ব্লুটুথ, জিপিএস এবং এফএম ফাংশনালিটিগুলোর সমন্বয় সাধনের উপর বেশ জোর দিচ্ছে। যেহেতু ওয়াইড এরিয়া ব্রডব্যান্ড নেটওয়ার্কের উপর চাপ বৃদ্ধি পাচ্ছে তাই স্মার্টফোনের ক্ষেত্রে ওয়াই-ফাই কানেকটিভিটির গুরুত্ব থ্রি-জি কানেক্টিভিটির মতই গুরুত্বপূর্ণ। একথা এখন জোর দিয়ে বলা যায় যে, ভবিষ্যতের ফোনসেটগুলো হবে দ্রুত গতির এবং তা প্রায় ১০০ এমবিপিএস, যার সাথে থাকবে হাই ডেফিনেশন ভিডিও কোয়ালিটি সম্পন্ন অ্যাপ্লিকেশনস্। আর এজন্য সার্ভিস প্রোভাইডারদেরকে এফিশিয়েন্ট নেটওয়ার্ক মার্কেট নিশ্চিত করতে হবে। এত সব কিছুর সাথে স্মার্টফোনগুলোর সাউন্ড কোয়ালিটিও হবে অনেক উন্নতমানের। তবে একটা কথা মনে রাখা দরকার যে, সব কিছুর জন্যই দরকার যথোপযুক্ত মেমোরি সাপোর্ট। স্মার্টফোনগুলো এক্ষেত্রেও যথেষ্ট এগিয়ে গেছে। এখন আমরা একটা ফিঙ্গার নেইল সাইজের মেমোরি ডিভাইসে ৬৪ গিগাবাইট মেমোরি সাপোর্ট পেতে পারি। যা মূলত ৩ বিট পার সেল ন্যান্ড ফ্ল্যাশ টেকনোলজি নির্ভর। এটা সত্যিই একটা ক্ষুদ্র ডিভাইসের জন্য অভূতপূর্ব বিল্ট ইন মেমোরি স্পেস এবং আশা করা যায় যে, আগামী বছরগুলোতে এর যথেষ্ট উন্নতি সাধন সম্ভব হবে। আর এক্ষেত্রে এনার্জি সেভিংসকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। আরও একটি ক্ষেত্রে মানুষ এনার্জি সেভিংস-এর কথাভাবে এবং তাহলো স্ক্রিন-এর ক্ষেত্রে। বর্তমানে বাজারে এ্যাকটিভ ম্যাট্রিক্স ওএলইডি ডিসপ্লে এসেছে, তবে এটি আরও সহজলভ্য হওয়া দরকার। স্যামসাং তার একটি নতুন এএমওএলইডি ভার্সন স্ক্রিন বাজারে এনেছে যার সাথে টাচ প্যানেল সংযুক্ত রয়েছে। উল্লেখ্য এর ডিসপ্লের ক্ষেত্রে রিফ্লেকশনের পরিমাণ কম তাই এটি ব্রাইটসান লাইটে বেটার আউটপুট দেয়। ফিউচার স্মার্টফোন গুলোতে আমরা পেতে যাচ্ছি বেটার থ্রিডি ডিসপ্লে, যা একে আরও মান সম্পন্ন করে তুলবে। ফিউচার ফোনসেটগুলোতে আরও থাকবে উন্নততর গেমস এর সুবিধা এবং উন্নততর ভিডিও অ্যাপ্লিকেশনস-এর সুবিধা। এসব ফোন সাপোর্ট করবে এ্যাডভান্সড ব্রাউজারস্ যেমন- ফ্ল্যাশ এবং এইচটিএমএল৫ উভয়ই।
সুতরাং, উন্নততর কানেকশনস্, প্রসেসর, চিপস্, গ্রাফিক্স, মেমোরি, নতুন স্ক্রিন, নতুন অ্যাপ্লিকেশনে সবই আমাদের ভবিষ্যতের ফোন সেটগুলোতে থাকবে। আর তাই বিভিন্ন দিক থেকেই মোবাইল ওয়ার্ল্ড। আইটি সেক্টরে একটি সম্ভাবনাময় খাত হিসেবে প্রতীয়মান হয়েছে। সুতরাং এসব কিছুর সমন্বয় সাধন করে কত অল্প সময়ের মধ্যে এই পণ্যগুলো সাধারণ মানুষের কাছে সুলভে পৌঁছে দেওয়া যায় তাই এখন দেখার বিষয়। এক্ষেত্রে ফোন সেট নির্মাতা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সার্ভিস প্রোভাইডারগণও উন্নততর নেটওয়ার্ক প্রদানের মাধ্যমে যথেষ্ট অবদান রাখতে সক্ষম হবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন