রবিবার, ২ অক্টোবর, ২০১৬

মাশরাফি ভাই তোমার তুলনা শুধু তুমিই



খেলাধুলার জগতে sportsmanship বলে একটা কথা প্রচলিত আছে, উইকিপিডিয়ায় শব্দটিকে যেভাবে বর্ণনা করা হয়েছে তা হলো "Sportsmanship is an aspiration or ethos that a sport or activity will be enjoyed for its own sake, with proper consideration for fairness, ethics, respect, and a sense of fellowship with one's competitors" বা "Sportsmanship is defined as ethical, appropriate, polite and fair behavior while participating in a game or athletic event"
.
খেলার মাঠে Sportsmanship এর নিদর্শন আমরা প্রায় সময়ই দেখতে পাই। তবে গতকাল মাশরাফি যা করলো তা Sportsmanship এর চেয়ে অনেক বেশি। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে প্রসঙ্গ উঠতেই মাশরাফি হেসে ফেলেন। আর বলেন এমন ঘটনার সঙ্গে খুব একটা পরিচিত নন তিনি। ''এই ধরনের ঘটনা সারা বিশ্বেই ঘটে থাকে। আমি অবশ্য এর আগে কখনোই এই ধরনের পরিস্থিতিতে পড়িনি। ছেলেটা প্রথমে এসেই আমাকে বলল, আমি আপনার ভক্ত। তাই আমি আশা করব, তাঁর যেন কোনো সমস্যা না হয়।''

কোন দর্শক যদি হুট করে এই ভাবে মাঠে প্রবেশ করে তাহলে খেলোয়াড়রা স্বভাবতই নিরাপত্তা জনিত কারনে তাকে এড়িয়ে চলেন এবং নিরাপত্তা রক্ষীরা তাকে মাঠ থেকে বের করে দেন। কিন্তু মাশরাফি যা করলো তা খেলাধুলার ইতিহাসে বিরল। এভাবে একজন অপরিচিত দর্শককে পরম মমতায় বুকে আগলে ধরা, নিরাপত্তা রক্ষীদের হাত থেকে দর্শকটিকে বাচানোর যে আকুতি তা শুধু মাত্র মাশরাফির পক্ষেই সম্ভব।

মাশরাফি ভাই তুমি আসলে কি? মাশরাফি ভাই তোমার কোন তুলনা নাই,তোমার তুলনা শুধু তুমিই। মাশরাফি ভাই তোমার বুকে কি মানুষরে ভালোবাসার খনি আছে? এতো দিন তোমাকে ভালোবাসতাম, আজ থেকে তোমার প্রতি শ্রদ্ধা অনেক বেড়ে গেল ভাই। তোমারে স্যালুট ভাই.....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন