২০১২ সালের সবচেয়ে প্রতিক্ষীত মোবাইল ফোন আইফোন ৫- হচ্ছে অ্যাপলের
আইফোন প্রোডাক্ট এর পরবর্তী সংস্করণ। গত ১২ই সেপ্টেম্বর Announced ।তবে Release প্রথম হবে আগামী ২১শে সেপ্টেম্বর এবং পরে অক্টোবর মাসে
আর এভাবেই এগুবে।এতে কি কি থাকছে তা নিচে দেখে নিনঃ-
(ক) নেটওয়ার্ক:-
১।2G,3Gনেটওয়ার্ক এর সাথে এই প্রথমবারের মত থাকছে 4G নেটওয়ার্ক system.
(খ)বডি এবং ডিসপ্লেঃ-
২।বডির মাত্রা ১২৩.৮ x৫৮.৫ x৭.6mm.ডিসপ্লের ঘনত্ব ৩২৬ ppi পিক্সেলের ।সম্পূর্ণ বডি হল ৮% সরু।
৩।16m কালার এর ডিসপ্লে অবশ্যই টাচস্ক্রীনের হবে , এবং মাল্টিটাচ বিদ্যমান।Corning Gorilla Glass, oleophobic coating এর protection দেওয়া।
৪।ডিসপ্লের আকার হল ৬৪০x১১৩৬ পিক্সেলের,৪.০৮ ইঞ্চির।যা আকৃতিতে আইফোন 4s এর চেয়ে একটু বড় হবে।iphone 5 এর smooth ডিসপ্লে হল অসাধারণ.
(গ) কেমেরা এবং মেমরিঃ-
৫। আইফোন ৫ এ থাকছে 8.2 মেগাপিক্সেলের পেছনের কেমেরা যাতে অটোফোকাস বিদ্যমান।আর সাথেতো ফ্ল্যাশলাইট আছেই। এবং সামনের কেমেরা আছে যা দিয়ে Wi-Fi 3G/4G তে ভিডিওকলিং করা যাবে।
৬।আইফোন
4s এর মতই ১৬/৩২/৬৪ GB Storage মেমরির হবে আইফোন ৫। তবে প্রথমবারের মত এতে
থাকছে ১ GB RAM।আর বরাবরের মত আলাদা মেমোরি কার্ড ব্যবহার করা যাবেনা।
(ঘ) অন্নান্য সব ফিচারসগুলোঃ-
৭।আইফোন ৫ এ অ্যাপেল আইওস ৬ (iOS 6) ব্যবহার করা হয়েছে।যাতে থাকছে কিছু নতুন ফিচার এবং bug সমস্যার সমাধান।
৮।এর CPU হবে Quad-core 1.2 GHz এর।আইফোন 4s এ A5 Chipest ব্যবহার করা হয়েছিল যা গেম খেলা ও গ্রাফিক্সের জন্য খুবই ভাল ছিল।আইফোন ৫ এ Apple A6 Chipest ব্যবহার করা হয়েছে,যা খুবই শক্তিশালী।
৯।ধারণা করা হচ্ছে আইফোন ৫ নতুন ৮ টি ভিন্ন ভিন্ন Color -এ বের হবে।তবে বিভিন্ন রিভিওতে কাল এবং সাদা কালার এর আইফোন ৫ ই দেখানো হচ্ছে।
১০। 'SIRI'(personal assistent)আইফোন ৫ হবে আরও উন্নত ,আরও স্মার্ট।এতে বিভন্ন ভাষা নতুন যোগ করা হবে।
১১।আইফোন ৫ এর মাধ্যমে Google Map কে টাটা যানাচ্ছে Apple company।কারণ তারা নিজেদের ম্যাপ অ্যাপ ছাড়বে।
১২।আইফোন ৫ হবে ন্যানো সিমকার্ড Supported.
১৩।iBooks PDF reader নামে অ্যাপেল company একটি PDF reader আপ্পস ও অ্যাড করেছে।
১৪।Standard battery, Li-Po Battery ব্যবহার করা হয়েছে।
১৫।আইফোন ৫ এ CDMA এবং LTE এই দুইধরণের CHIPEST ব্যাবহার করা হয়েছে।যার ফলে আরও SPEED এ INTERNET ব্যাবহার করা যাবে।
১৬।সাফারি BROWSER এ আনা হয়েছে নানা পরিবর্তন।যা আগের চেয়ে সম্পূর্ণ আলদা। Safari দিয়ে ডাউনলোড করা যাবে খুবি দ্রুত।
১৭।এখন FACETIME দিয়ে ওয়াইফাই ৩g ছাড়া ও শুধু celluler dataনেটওয়ার্ক দিয়ে ভিডিও কল করা যাবে।
IPHONE 5এর মূল্য সম্পর্কে এখনও কোন সঠিক তথ্য পাই নি.........।তাই মূল্য সম্পর্কে কিছু জানাতে পারলাম না।তবে INDIA তে ৪২,০০০ রুপিতে বিক্রই করা হবে । যদিও apple company আইফোন সবসময় AT&T contract এ ১৬ জিবি ২৯৯ আর আনলকড ৫৯৯ ডলারে বিক্রি করে।এ বিষয়ে আরও জানতে অ্যাপল মূল সাইট দেখতে পারেন।
ও আরও একটি তথ্য, আইফোন এর বাজার টিকিয়ে রাখতে স্বল্প মূল্য এর আইফোন ৪ বাজারে ছাড়বে অ্যাপেল কোম্পানি।
(ক) নেটওয়ার্ক:-
১।2G,3Gনেটওয়ার্ক এর সাথে এই প্রথমবারের মত থাকছে 4G নেটওয়ার্ক system.
General | 2G Network | GSM 850 / 900 / 1800 / 1900 |
---|---|---|
CDMA 800 / 1900 - for Verizon | ||
3G Network | HSDPA 850 / 900 / 1900 / 2100 | |
CDMA2000 1xEV-DO - for Verizon | ||
4G Network | LTE 700 MHz Class 17 / 2100 - for AT&T | |
LTE 700 MHz Class 13 - for Verizon | ||
Announced | Exp. announcement 2012, September | |
Status | Rumored. Exp. release 2012, October |
২।বডির মাত্রা ১২৩.৮ x৫৮.৫ x৭.6mm.ডিসপ্লের ঘনত্ব ৩২৬ ppi পিক্সেলের ।সম্পূর্ণ বডি হল ৮% সরু।
৩।16m কালার এর ডিসপ্লে অবশ্যই টাচস্ক্রীনের হবে , এবং মাল্টিটাচ বিদ্যমান।Corning Gorilla Glass, oleophobic coating এর protection দেওয়া।
৪।ডিসপ্লের আকার হল ৬৪০x১১৩৬ পিক্সেলের,৪.০৮ ইঞ্চির।যা আকৃতিতে আইফোন 4s এর চেয়ে একটু বড় হবে।iphone 5 এর smooth ডিসপ্লে হল অসাধারণ.
Display | Type | LED-backlit IPS TFT, capacitive touchscreen, 16M colors |
---|---|---|
Size | 640 x 1136 pixels, 4.0 inches (~326 ppi pixel density) | |
Multitouch | Yes | |
Protection | Corning Gorilla Glass, oleophobic coating |
Sound | Alert types | Vibration, propriety ringtones |
---|---|---|
Loudspeaker | Yes | |
3.5mm jack | Yes |
৫। আইফোন ৫ এ থাকছে 8.2 মেগাপিক্সেলের পেছনের কেমেরা যাতে অটোফোকাস বিদ্যমান।আর সাথেতো ফ্ল্যাশলাইট আছেই। এবং সামনের কেমেরা আছে যা দিয়ে Wi-Fi 3G/4G তে ভিডিওকলিং করা যাবে।
Camera | Primary | 8 MP, autofocus, LED flash |
---|---|---|
Features | Touch focus, geo-tagging, face detection, HDR | |
Video | Yes, 1080p@30fps, LED video light, video stabilization, geo-tagging | |
Secondary | Yes, videocalling over Wi-Fi and 3G/4G |
Memory | Card slot | No |
---|---|---|
Internal | 16/32/64 GB storage, 1 GB RA |
৭।আইফোন ৫ এ অ্যাপেল আইওস ৬ (iOS 6) ব্যবহার করা হয়েছে।যাতে থাকছে কিছু নতুন ফিচার এবং bug সমস্যার সমাধান।
৮।এর CPU হবে Quad-core 1.2 GHz এর।আইফোন 4s এ A5 Chipest ব্যবহার করা হয়েছিল যা গেম খেলা ও গ্রাফিক্সের জন্য খুবই ভাল ছিল।আইফোন ৫ এ Apple A6 Chipest ব্যবহার করা হয়েছে,যা খুবই শক্তিশালী।
৯।ধারণা করা হচ্ছে আইফোন ৫ নতুন ৮ টি ভিন্ন ভিন্ন Color -এ বের হবে।তবে বিভিন্ন রিভিওতে কাল এবং সাদা কালার এর আইফোন ৫ ই দেখানো হচ্ছে।
Features | OS | iOS 6 |
---|---|---|
Chipset | Apple A6 | |
CPU | Quad-core 1.2 GHz | |
Sensors | Accelerometer, gyro, proximity, compass | |
Messaging | iMessage, SMS (threaded view), MMS, Email, Push Email | |
Browser | HTML (Safari) | |
Radio | No | |
GPS | Yes, with A-GPS support and GLONASS | |
Java | No | |
Colors | Black, White | |
- nanoSIM card support only - Active noise cancellation with dedicated mic - Siri natural language commands and dictation - iCloud cloud service - Twitter and Facebook integration - TV-out - iMaps - iBooks PDF reader - Audio/video player and editor - Image editor - Voice memo/command/dial |
১১।আইফোন ৫ এর মাধ্যমে Google Map কে টাটা যানাচ্ছে Apple company।কারণ তারা নিজেদের ম্যাপ অ্যাপ ছাড়বে।
১২।আইফোন ৫ হবে ন্যানো সিমকার্ড Supported.
১৩।iBooks PDF reader নামে অ্যাপেল company একটি PDF reader আপ্পস ও অ্যাড করেছে।
১৪।Standard battery, Li-Po Battery ব্যবহার করা হয়েছে।
১৫।আইফোন ৫ এ CDMA এবং LTE এই দুইধরণের CHIPEST ব্যাবহার করা হয়েছে।যার ফলে আরও SPEED এ INTERNET ব্যাবহার করা যাবে।
১৬।সাফারি BROWSER এ আনা হয়েছে নানা পরিবর্তন।যা আগের চেয়ে সম্পূর্ণ আলদা। Safari দিয়ে ডাউনলোড করা যাবে খুবি দ্রুত।
১৭।এখন FACETIME দিয়ে ওয়াইফাই ৩g ছাড়া ও শুধু celluler dataনেটওয়ার্ক দিয়ে ভিডিও কল করা যাবে।
IPHONE 5এর মূল্য সম্পর্কে এখনও কোন সঠিক তথ্য পাই নি.........।তাই মূল্য সম্পর্কে কিছু জানাতে পারলাম না।তবে INDIA তে ৪২,০০০ রুপিতে বিক্রই করা হবে । যদিও apple company আইফোন সবসময় AT&T contract এ ১৬ জিবি ২৯৯ আর আনলকড ৫৯৯ ডলারে বিক্রি করে।এ বিষয়ে আরও জানতে অ্যাপল মূল সাইট দেখতে পারেন।
ও আরও একটি তথ্য, আইফোন এর বাজার টিকিয়ে রাখতে স্বল্প মূল্য এর আইফোন ৪ বাজারে ছাড়বে অ্যাপেল কোম্পানি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন