প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বাংলা বইগুলোর মুক্তিযুদ্ধ বিষয়ক
সকল লেখাগুলো পড়লাম। প্রথম থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ছয়জন বীরশ্রেষ্ঠর
জীবনী বা মুক্তিযুদ্ধে তাদের অবদানের বীরত্বগাথা রয়েছে। বীরশ্রেষ্ঠ রুহুল
আমিন সম্পর্কে কোন লেখা পেলাম না। সপ্তম শ্রেণীতে রয়েছে জাতীয় চার নেতাকে
নিয়ে একটি লেখা। অষ্টম শ্রেণীতে জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি থেকে
‘একাত্তরের দিনগুলি’ শীরোণামে একটি লেখা।
মজার ব্যাপার হল স্বাধীনতা নিয়ে এতগুলো লেখার মধ্যে একটিবারের জন্যও ‘রাজাকার’, ‘আলবদর’, ‘আল শামস্’ শব্দগুলো একবারের জন্যও আসেনি। এটা কি পরিকল্পিত নাকি অনিচ্ছাকৃত জানি না। তবে আমাদের মুক্তিযুদ্ধের শিক্ষা দিতে হলে অতি অবশ্যই রাজাকারদের পরিচয়টা তুলে ধরা প্রয়োজন। মুক্তিযুদ্ধে আমাদের দেশের যত লোকের প্রাণহানি ঘটেছে, যত মা-বোনেরা ধর্ষিত হয়েছেন তার জন্য পাকিস্তানী বাহিনী যতটা দায়ী তার চেয়ে অনেক অনেক বেশি দায়ী এই রাজাকার আলবদরেরা। অথচ আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার শিক্ষার মধ্যে তারা একেবারেই অনুপস্থিত। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের জীবনীটার অনুপস্থিতিও আমার ক্ষুদ্র মস্তিষ্কে ধারণ করতে পারেনি। রুহুল আমিনকে রাজাকার, আল বদররাই নৃশংসভাবে খুন করেছিল। আহত রুহুল আমিন সাতরে নদী পার হয়ে তীরে উঠতে চেয়েও পারেননি; আলবদর বাহিনী তাকে চিরতরে সলিল সমাধিস্থ করেছে নদীতেই। অথচ তার জীবনী বা বীরত্বগাথা পাঠ্যসূচীতে কেন অনুপস্থিত? রাজাকার-আলবদর শব্দগুলোর ব্যবহারকে এড়িয়ে যাওয়ার জন্য কি?
সেটা হওয়াটা মোটেই আশ্চর্যজনক নয়। বছর কয়েক আগের একটা সত্য ঘটনা শুনে এর সত্যতা বুঝে নিতে পারবেন হয়তো। বরিশালে একটা পাঠচক্রে তখন আরজ আলী মাতুব্বরের ‘সত্যের সন্ধানে’ বইটা পাঠ্য ছিল। ঐ পাঠচক্রের সবাই-ই মুক্তমনা এবং বরিশালের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত। বরিশালে তখন বিশ্ব সাহিত্য কেন্দ্র কোন এক প্রজেক্টে স্কুলে বই সরবরাহ করত। বিশ্ব সাহিত্য কেন্দ্র তাদের বই রাখার জন্য পাঠচক্রের ঐ কক্ষটি ব্যবহার করত। একদিন পাঠচক্র চলাকালীন বিশ্বসাহিত্য কেন্দ্রের একটি ছেলে বই নিতে এসে দেখল যে পাঠচক্রে আরজ আলী মাতুব্বরের বই পাঠ চলছে। সে কিছুক্ষণ দেখল, তারপর যাবার আগে ছোট একটি চিরকুট লিখে একজনকে ধরিয়ে দিল। তাতে লেখা-“দয়া করে আপনারা পাঠচক্রে ঐ বইটি পাঠ থেকে বিরত থাকুন”। ছেলেটির আস্পর্ধা দেখে এরা বিস্মিত হল এবং পরবর্তীতে ওদের বই রাখার সুবিধা তুলে দিল। কিন্তু এরপর ঐ পাঠচক্রের সদস্যরা একে একে মোবাইলে হুমকি পেতে শুরু করল। দুজনকে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার আদেশ সম্বলিত চিঠি পাঠানো হলো। সময় ভাল ছিল না তখন। শেষ পর্যন্ত পাঠচক্রটিই ভেঙে দিতে হয়েছিল। জামাত ছড়িয়ে ছিটিয়ে আসে সবখানে, এমনকি বিশ্ব সাহিত্য কেন্দ্রের মধ্যেও! জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড তো একটা সরকারী প্রতিষ্ঠান, যেখানে বছর পাঁচেক আগেও জামায়াতে ইসলামী বাংলাদেশ ছিল ক্ষমতায়।
জিয়াউর রহমান ১৯৭৬ সালে দালাল আইন বাতিল করে দিলে ঐ সময়ে প্রায় ১০-১১ হাজার রাজাকার জেলমুক্ত হয়। ১৯৭৭ সালের ফেব্রুয়ারীতে রাজাকার-আলবদর-আলশামসরা মিলিত হয়ে গঠন করে ইসলামী ছাত্রসংঘের বতর্মান সংগঠন ইসলামী ছাত্র শিবির। ছাত্র সংঘের মনোগ্রাম, পতাকা সবই একই রেখে তখনকার শাসকদের পৃষ্ঠপোষকতায় ইসলামী ছাত্রশিবির গঠিত হয়। এরপর একে একে তারা দেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলো দখল করতে থাকে। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বিষয়ক অজ্ঞতা সর্বোপরি ধর্মের উপর বেশিরভাগ ছাত্রদের সংবেদনশীলতাকে কাজে লাগিয়ে শিবির তাদের কাজ হাসিল করে যাচ্ছে এখনো। এবার আসুন দেখি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সম্পর্কে শিবির কী প্রচার করে। এ অংশটা একজন প্রাক্তন শিবির কর্মীর কাছ থেকে জেনে নেয়া।
ছাত্র: মুক্তিযুদ্ধে রাজাকার আলবদর আলশামস বহু মানুষকে হত্যা করেছে।
শিবিরকর্মী: সেটা তো শিবিররা করেনি। শিবির আল্লাহর আইন কায়েম করার জন্য গঠিত হয়েছে ১৯৭৭ সালে। তাই তখনকার হত্যার জন্য শিবিরকে কোনক্রমেই দায়ী করা যায় না।
যা বলা হয় না: ছাত্র শিবির গঠিত হওয়ার পূর্বে ছাত্র সংঘ ছিল। তারাই রাজাকার-আলবদর-আলশামসের সদস্য ছিল। (ছাত্র সংঘ সম্পর্কে আমাদের ছাত্ররা কিছু জানেনা বললেই চলে।)
ছাত্র: রাজাকাররাই তো জামায়াতে ইসলামী বাংলাদেশকে গঠন করেছে।
শিবিরকর্মী: ছাত্র শিবির জামায়াতে ইসলামী বাংলাদেশের কোন সংগঠন না। এর উদ্দেশ্য মোটেই রাজনৈতিক না। ছাত্রশিবিরের গঠনতন্ত্র এবং জামাতের গঠনতন্ত্রে অনেক অমিল রয়েছে।
যা বলা হয় না: ছাত্রশিবির পুরোপুরোই একটি রাজনৈতিক সংগঠন। এবং জামাতের ছাত্র সংগঠন।
ছাত্র: শিবির জামায়াতে ইসলামকে সমর্থন করে কেন?
শিবিরকর্মী: ছাত্রশিবির ও জামায়াতে ইসলামের আদর্শগত মিল রয়েছে তাই শিবির জামায়াতে ইসলামকে সমর্থন করে। ইসলামী শাসন কায়েম করার লক্ষ্যে জামায়াতে ইসলাম কাজ করে, ছাত্রশিবিরও তাই।
যা বলা হয় না: ইসলামের নামে ত্রাসের রাজত্ব কায়েমই শিবির ও জামাতের অভিন্ন লক্ষ্য।
ছাত্র: গোলাম আজমসহ অন্যান্য জামায়াতে ইসলামী রাজাকাররা মুক্তিযুদ্ধে এদেশের অনেক মানুষকে হত্যা করেছিল। অনেক মা-বোনকে ধর্ষণ করেছিল।
শিবিরকর্মী: এর কোন প্রমাণ নেই। এগুলো ইসলামের বিরুদ্ধে অপপ্রচার। গোলাম আজম যদি এরকম খুনী হতো তাহলে তাকে কিছুতেই এদেশের নাগরিকত্ব দেয়া হতো না। ইসলামের বিরুদ্ধে অপপ্রচারকারীরা চিরকালই এরকম করে আসছে। হযরত মুহম্মদ (সা-এর ক্ষেত্রেও এটা ঘটেছে। তাই বলে তিনি ইসলাম প্রচারে পিছপা হননি।
যা বলা হয় না: মোহাম্মদ (সা আর গো. আর মিল খালি দাঁড়িতেই।
তারপরও যদি প্রশ্ন আসে তাহলে তারা বলবে যে জামায়াতে ইসলাম তখনকার রাজনৈতিক দৃষ্টিকোন থেকে পাকিস্তানকে সাপোর্ট করেছে। চীনপন্থী কম্যুনিস্টরাও পাকিস্তানের সাপোর্ট করেছিল। রাজাকারদের বিরুদ্ধে খুন ধর্ষন ইত্যাদি অভিযোগগুলো কেবলই ইসলামের বিরুদ্ধে অপপ্রচার। এর সাথে আমাদের সাধারণ ছাত্রদের ধর্মের প্রতি সংবেদনশীলতা কাজে লাগায় তারা। তারা কোরানের কিছু আয়াত দিয়ে খুব অল্পতেই সাধারণ ছাত্রদের ধরাশায়ী করে ফেলে। ফলাফল আরেকজন ছাত্র ছাত্রশিবিরের পতাকাতলে চলে আসে। এভাবেই এগুতে থাকে ছাত্রশিবির। বর্তমানে শিবির পরিচালিত পত্রিকা ‘কিশোর কণ্ঠ’, ছোটদের সংগঠন ‘ফুঁলকুড়ি আসর’ কোচিং সেন্টারসহ নানাবিধ সংগঠন। ফেসবুক, ব্লগসহ বিভিন্ন ফোরামেও তারা বেশ সক্রিয়।
সঠিক ইতিহাস জানলে আমাদের কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিবিরের প্রতি এরকম আসক্ত হতো না এটা নিশ্চিত করেই বলা যায়।
শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সব বই-ই রয়েছে এখানে.ডাউনলোড
মজার ব্যাপার হল স্বাধীনতা নিয়ে এতগুলো লেখার মধ্যে একটিবারের জন্যও ‘রাজাকার’, ‘আলবদর’, ‘আল শামস্’ শব্দগুলো একবারের জন্যও আসেনি। এটা কি পরিকল্পিত নাকি অনিচ্ছাকৃত জানি না। তবে আমাদের মুক্তিযুদ্ধের শিক্ষা দিতে হলে অতি অবশ্যই রাজাকারদের পরিচয়টা তুলে ধরা প্রয়োজন। মুক্তিযুদ্ধে আমাদের দেশের যত লোকের প্রাণহানি ঘটেছে, যত মা-বোনেরা ধর্ষিত হয়েছেন তার জন্য পাকিস্তানী বাহিনী যতটা দায়ী তার চেয়ে অনেক অনেক বেশি দায়ী এই রাজাকার আলবদরেরা। অথচ আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার শিক্ষার মধ্যে তারা একেবারেই অনুপস্থিত। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের জীবনীটার অনুপস্থিতিও আমার ক্ষুদ্র মস্তিষ্কে ধারণ করতে পারেনি। রুহুল আমিনকে রাজাকার, আল বদররাই নৃশংসভাবে খুন করেছিল। আহত রুহুল আমিন সাতরে নদী পার হয়ে তীরে উঠতে চেয়েও পারেননি; আলবদর বাহিনী তাকে চিরতরে সলিল সমাধিস্থ করেছে নদীতেই। অথচ তার জীবনী বা বীরত্বগাথা পাঠ্যসূচীতে কেন অনুপস্থিত? রাজাকার-আলবদর শব্দগুলোর ব্যবহারকে এড়িয়ে যাওয়ার জন্য কি?
সেটা হওয়াটা মোটেই আশ্চর্যজনক নয়। বছর কয়েক আগের একটা সত্য ঘটনা শুনে এর সত্যতা বুঝে নিতে পারবেন হয়তো। বরিশালে একটা পাঠচক্রে তখন আরজ আলী মাতুব্বরের ‘সত্যের সন্ধানে’ বইটা পাঠ্য ছিল। ঐ পাঠচক্রের সবাই-ই মুক্তমনা এবং বরিশালের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত। বরিশালে তখন বিশ্ব সাহিত্য কেন্দ্র কোন এক প্রজেক্টে স্কুলে বই সরবরাহ করত। বিশ্ব সাহিত্য কেন্দ্র তাদের বই রাখার জন্য পাঠচক্রের ঐ কক্ষটি ব্যবহার করত। একদিন পাঠচক্র চলাকালীন বিশ্বসাহিত্য কেন্দ্রের একটি ছেলে বই নিতে এসে দেখল যে পাঠচক্রে আরজ আলী মাতুব্বরের বই পাঠ চলছে। সে কিছুক্ষণ দেখল, তারপর যাবার আগে ছোট একটি চিরকুট লিখে একজনকে ধরিয়ে দিল। তাতে লেখা-“দয়া করে আপনারা পাঠচক্রে ঐ বইটি পাঠ থেকে বিরত থাকুন”। ছেলেটির আস্পর্ধা দেখে এরা বিস্মিত হল এবং পরবর্তীতে ওদের বই রাখার সুবিধা তুলে দিল। কিন্তু এরপর ঐ পাঠচক্রের সদস্যরা একে একে মোবাইলে হুমকি পেতে শুরু করল। দুজনকে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার আদেশ সম্বলিত চিঠি পাঠানো হলো। সময় ভাল ছিল না তখন। শেষ পর্যন্ত পাঠচক্রটিই ভেঙে দিতে হয়েছিল। জামাত ছড়িয়ে ছিটিয়ে আসে সবখানে, এমনকি বিশ্ব সাহিত্য কেন্দ্রের মধ্যেও! জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড তো একটা সরকারী প্রতিষ্ঠান, যেখানে বছর পাঁচেক আগেও জামায়াতে ইসলামী বাংলাদেশ ছিল ক্ষমতায়।
জিয়াউর রহমান ১৯৭৬ সালে দালাল আইন বাতিল করে দিলে ঐ সময়ে প্রায় ১০-১১ হাজার রাজাকার জেলমুক্ত হয়। ১৯৭৭ সালের ফেব্রুয়ারীতে রাজাকার-আলবদর-আলশামসরা মিলিত হয়ে গঠন করে ইসলামী ছাত্রসংঘের বতর্মান সংগঠন ইসলামী ছাত্র শিবির। ছাত্র সংঘের মনোগ্রাম, পতাকা সবই একই রেখে তখনকার শাসকদের পৃষ্ঠপোষকতায় ইসলামী ছাত্রশিবির গঠিত হয়। এরপর একে একে তারা দেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলো দখল করতে থাকে। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বিষয়ক অজ্ঞতা সর্বোপরি ধর্মের উপর বেশিরভাগ ছাত্রদের সংবেদনশীলতাকে কাজে লাগিয়ে শিবির তাদের কাজ হাসিল করে যাচ্ছে এখনো। এবার আসুন দেখি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সম্পর্কে শিবির কী প্রচার করে। এ অংশটা একজন প্রাক্তন শিবির কর্মীর কাছ থেকে জেনে নেয়া।
ছাত্র: মুক্তিযুদ্ধে রাজাকার আলবদর আলশামস বহু মানুষকে হত্যা করেছে।
শিবিরকর্মী: সেটা তো শিবিররা করেনি। শিবির আল্লাহর আইন কায়েম করার জন্য গঠিত হয়েছে ১৯৭৭ সালে। তাই তখনকার হত্যার জন্য শিবিরকে কোনক্রমেই দায়ী করা যায় না।
যা বলা হয় না: ছাত্র শিবির গঠিত হওয়ার পূর্বে ছাত্র সংঘ ছিল। তারাই রাজাকার-আলবদর-আলশামসের সদস্য ছিল। (ছাত্র সংঘ সম্পর্কে আমাদের ছাত্ররা কিছু জানেনা বললেই চলে।)
ছাত্র: রাজাকাররাই তো জামায়াতে ইসলামী বাংলাদেশকে গঠন করেছে।
শিবিরকর্মী: ছাত্র শিবির জামায়াতে ইসলামী বাংলাদেশের কোন সংগঠন না। এর উদ্দেশ্য মোটেই রাজনৈতিক না। ছাত্রশিবিরের গঠনতন্ত্র এবং জামাতের গঠনতন্ত্রে অনেক অমিল রয়েছে।
যা বলা হয় না: ছাত্রশিবির পুরোপুরোই একটি রাজনৈতিক সংগঠন। এবং জামাতের ছাত্র সংগঠন।
ছাত্র: শিবির জামায়াতে ইসলামকে সমর্থন করে কেন?
শিবিরকর্মী: ছাত্রশিবির ও জামায়াতে ইসলামের আদর্শগত মিল রয়েছে তাই শিবির জামায়াতে ইসলামকে সমর্থন করে। ইসলামী শাসন কায়েম করার লক্ষ্যে জামায়াতে ইসলাম কাজ করে, ছাত্রশিবিরও তাই।
যা বলা হয় না: ইসলামের নামে ত্রাসের রাজত্ব কায়েমই শিবির ও জামাতের অভিন্ন লক্ষ্য।
ছাত্র: গোলাম আজমসহ অন্যান্য জামায়াতে ইসলামী রাজাকাররা মুক্তিযুদ্ধে এদেশের অনেক মানুষকে হত্যা করেছিল। অনেক মা-বোনকে ধর্ষণ করেছিল।
শিবিরকর্মী: এর কোন প্রমাণ নেই। এগুলো ইসলামের বিরুদ্ধে অপপ্রচার। গোলাম আজম যদি এরকম খুনী হতো তাহলে তাকে কিছুতেই এদেশের নাগরিকত্ব দেয়া হতো না। ইসলামের বিরুদ্ধে অপপ্রচারকারীরা চিরকালই এরকম করে আসছে। হযরত মুহম্মদ (সা-এর ক্ষেত্রেও এটা ঘটেছে। তাই বলে তিনি ইসলাম প্রচারে পিছপা হননি।
যা বলা হয় না: মোহাম্মদ (সা আর গো. আর মিল খালি দাঁড়িতেই।
তারপরও যদি প্রশ্ন আসে তাহলে তারা বলবে যে জামায়াতে ইসলাম তখনকার রাজনৈতিক দৃষ্টিকোন থেকে পাকিস্তানকে সাপোর্ট করেছে। চীনপন্থী কম্যুনিস্টরাও পাকিস্তানের সাপোর্ট করেছিল। রাজাকারদের বিরুদ্ধে খুন ধর্ষন ইত্যাদি অভিযোগগুলো কেবলই ইসলামের বিরুদ্ধে অপপ্রচার। এর সাথে আমাদের সাধারণ ছাত্রদের ধর্মের প্রতি সংবেদনশীলতা কাজে লাগায় তারা। তারা কোরানের কিছু আয়াত দিয়ে খুব অল্পতেই সাধারণ ছাত্রদের ধরাশায়ী করে ফেলে। ফলাফল আরেকজন ছাত্র ছাত্রশিবিরের পতাকাতলে চলে আসে। এভাবেই এগুতে থাকে ছাত্রশিবির। বর্তমানে শিবির পরিচালিত পত্রিকা ‘কিশোর কণ্ঠ’, ছোটদের সংগঠন ‘ফুঁলকুড়ি আসর’ কোচিং সেন্টারসহ নানাবিধ সংগঠন। ফেসবুক, ব্লগসহ বিভিন্ন ফোরামেও তারা বেশ সক্রিয়।
সঠিক ইতিহাস জানলে আমাদের কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিবিরের প্রতি এরকম আসক্ত হতো না এটা নিশ্চিত করেই বলা যায়।
শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সব বই-ই রয়েছে এখানে.ডাউনলোড
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন