শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

মাদকের কুফল ঐশীর অতএব মাদককে না বলুন

ঐশীর মায়াবী মুখ দেখলে যে কারো মায়া লাগবে নিশ্চিত। হয়ত এজন্য অনলাইন জুড়ে অনেকেই ফাঁসির বদলে ১৪-১৫ বছরের কারাদন্ড দেয়ার প্রস্তাব করেছিল কিছু মানুষ। যুক্তি দেখাতে গিয়ে বলেছিল বয়স কম। তার কত বয়স এই নিয়ে বিতর্ক করতে চাইনা।
শুধু বলবো যে বয়সে
ইয়াবা, হেরোইন, প্যাথেডিন ইন্জেকশন, অ্যালকোহল, গাজা সহ বিভিন্ন মাদক গ্রহন করতে পারে।
একাধিক মানুষের সাথে যৌন সম্পর্ক গড়তে পারে।নেশা করে শহরের রাস্তায় মাতলামি করতে পারে।নেশার টাকা জোগাড়ে ভাড়া খাটতে পারে।
কফির সাথে কড়া ঘুমের ঔষধ খাইয়ে বাবা মাকে খুন করতে পারে।
সেই বয়সটা ফাঁসির দঁড়ি গলায় নেয়ার জন্য কম উপযুক্ত নয় ।
অতএব ঐশীর জন্য মায়া কান্না করা বাদ দেন।যার যে শাস্তি প্রাপ্য তাকে তা না দেয়াটা বরং অন্যায়।
যদি বলেন বাবা মায়ের কি মোটেও দোষ ছিল না ?
উত্তর, ছিল এবং তাদের ভুলের মাশুল তারা জীবন দিয়ে শোধ করেছে।
Mohammad Abdul Hannan Sarif's photo.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন