শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

একটা মেয়ের জন্য অনিরাপদ প্রতিটা দিন, প্রতিটা ঘণ্টা,প্রতিটা সেকেন্ড

মাঝে মাঝে আমরা পুরুষ / ছেলে বলে গর্ববোধ করি ! আর মাঝেমধ্যে ঠিকমত লজ্জিত ও হতে পারিনা ।একটু খোলা মেলা কথা বলি,যদিও এখানে যৌনতা আছে এরপরও বলেই ফেলি ।

বাবার বয়সী লোকদের লুচ্চা বললে কেমন লাগে জানি না ।এক পুজা মণ্ডপে গেলাম । সেখানে সবাই প্রতিমা দেখছে। অতি সুন্দরি একজন মহিলাও সেখানে আছেন ।
দেবী দর্শন থেকে তার দিকেই সবার চোখ।বুড়ো করে একজন মানুষ হা করে তাকিয়ে আছে মহিলাটার দিকে। চোখ এক মুহূর্তের জন্য ও সরছে না । লোকটার পরনে ধুতি।

গিয়ে ধরলাম উনাকে ... দেবী দর্শন কেমন হচ্ছে ?? অনেক সুন্দর তাই না ?
চমকে গিয়ে ... আপনি কে ?? আগে দেখি নাই ...আমি ঘুরতে এসেছি । এই এলাকার নই । ও ...আচ্ছা।

ওই সময়ের জন্য তাকে দেবী দর্শন থেকে নিরস্ত করেছিলাম । জানি না পরে আবার
শুরু করেছেন কিনা !

ট্রেনে করে চট্রগ্রাম থেকে কুমিল্লা যাচ্ছিলাম! পাশে এক ভদ্রলোক । একটু পর পর উকি ঝুকি মারছেন ওপাশের সিটের দিকে। ভালো করে খেয়াল করতেই দেখলাম,একজন মহিলা । উনি ঘুমিয়ে আছেন সিটের উপর । পোশাক অসংলগ্ন হয়ে গেছে । সেদিকে খেয়াল নাই ।

ধরলাম উনাকেও ...আঙ্কেল আপনাকে ওপাশের সিটে নিয়ে যেতে পারলে হয়তো ভালো হয় । যাবেন ?? লজ্জায় বেগুনি হয়ে গেলো সে !!!

একটা মেয়ের জন্য অনিরাপদ প্রতিটা দিন, প্রতিটা ঘণ্টা,প্রতিটা সেকেন্ড।

শকুনদের একটা সুবিধা হচ্ছে এরা ক্লান্তিহীন ভাবে তাকিয়ে থাকতে পারে ।
মেয়েরা তো মানুষ । তারা ক্লান্তিহীন ভাবে কাজ করে যেতে পারে না ।

বিশেষ দ্রষ্টব্য :
নোংরামি করতে নোংরা পরিবেশ লাগে না । নোংরা চোখই যথেষ্ট!!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন