শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫

রক্ষক যখন ভক্ষক!

এরাই আইন করে নিজেদের সুবিধার জন্য। আবার সেই আইনও ভঙ্গকরে নিজেদের প্রয়োজনের বেলাই! একদম ডিজিটাল সিস্টেম ......
একটা ব্যাপার ভেবে খুব হাসি পাচ্ছে- সরকার নাশকতা এড়াতে ফেসবুক, ওয়াটসাপ, ভাইবার সব বন্ধ করে দিল। অথচ সবাই সেই আগের মতই এসব ব্যবহার করে যাচ্ছে। আমাদের কথা নাহয় বাদ-ই দিলাম। সরকার দলের এমপি মন্ত্রীরাও তাদের সরকারকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে। এ কেমন জাতি! কেমন দেশ! কেমন সরকার! আর কেমন তার এমপি মন্ত্রী!
এমন ডিজিটাল বাংলাদেশ কি জাতি চেয়েছিল?
মানলাম, নাশকতা সৃষ্টিকারীরা এসব মাধ্যম ব্যবহার করে নাশকতা ছড়াতে পারে তাই সরকার এগুলো বন্ধ করেছে। আচ্ছা, নাশকতা সৃষ্টিকারীরা কি গ্রামীণফোন, বাংলালিংক, টেলিটক, রবি, এয়ারটেল এগুলো ব্যবহার করতে পারে না?
যাগ্গে, কোন বিষয়ে বেশি মাতামাতি করলে সে বিষয়ে মজা তো থাকেই না, বরং বিরক্তি ধরে যায়। অনেক ঘুরাঘুরি করেছেন। এবার সেই আগের নিয়মেই যারযার মত ফেসবুক ব্যবহার করুন।
যার কেহ নাই, তার প্রক্সি আছে.............

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন