বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫

Hola Free VPN Proxy দিয়ে ফেইজবুক বা অন্নান্য ওয়েব সাইট চালান

এর মানে কী ?

নিরাপত্তার স্বার্থে নাকি সরকার ফেসবুক সহ আরো কয়েকটি আ্যাপস বন্ধ করে দিছে? এটা কি আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে না ?


ফেসবুক, ভাইবার ইত্যাদি যদি নিরাপত্তার বিঘ্নিত ঘটায় তাহলে বিশ্বের অন্যান্য দেশ এ গুলো আরো অনেক আগেই বন্ধ করে দিত। পুরাই মাথা নষ্ট ......

সরকার ফেইজবুক বা অন্নান্য ওয়েব সাইট বন্ধ করে,জনগনের অধিকার থেকে বন্চিত করছে? স্বাধীন দেশে স্বাধীনতার নামকরে নাগরিকের অধিকার হরন করা হচ্ছে।

এক এক করে কি আমাদের সকল অধিকারকে মাটিচাপা দিয়ে দেওয়া হবে ?

মানলাম ভোট দিতে পারি নাই। মেনে নিলাম, কারণ ভোট না দিতে পারলেও সংসদের সিটগুলোতো আর খালি নাই !!!

যাই হউক, এভাবে আর কতোদিন ???

আমার মনে হয় উনার জনগনের প্রতি আর কোন আস্থা নাই। ভাবছেন যে কোন সময় যে কোন কিছু করে ফেলতে পারে জনগন। কারণ আমি নিজেও যদি খারাপ কিছু করি তাহলে অবশ্যয় বুঝতে পারি যে এটা খারাপ !!!

প্রযুক্তির ভাল-মন্দ দুটোই অাছে। সেসব বিবেচনায় এটা বন্ধ করা উচিৎ হয়নি।

তবে সাধারণ ব্রাউজার দিয়ে না চালানো গেলেও VPN/Proxy server দিয়ে সহজেই চালানো যাবে। 

Hola Free VPN Proxy

প্লে-স্টোর থেকে ব্রাউজারটি ইনস্টল করে সহজেই চালানো যাবে ফেইজবুক বা অন্নান্য ওয়েব সাইট ।
https://play.google.com/store/apps/details?id=info.guardianproject.orfox

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন