মধ্যবিত্ত পরিবারের ছেলেরা #বর্ণ_ফাইটার
হয়। জাতে লড়াকু। এদের জীবনটাই চলে পাওয়া না পাওয়ার মধ্যে। কিন্তু মাথাটা
কখনো নিচু হয়না। মধ্যবিত্ত ছেলেদের বিলাসিতার এরিস্টোক্রেসি থাকে না কিন্তু
সততার অহংকার থাকে।
বাবা চাকরি করে এক মফস্বলের স্কুলে। ছেলেকে পড়ানোর জন্য চট্টগ্রাম পাঠিয়েছে। বড়লোক বন্ধুরা #দামী_কনভার্স পড়ে ক্লাসে যায়। মফস্বলের মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা ছেলেটার পায়ে থাকে নিউমার্কেট থেকে কেনা সস্তা কনভার্স। কনভার্স সস্তা হলেও অনুভুতি সস্তা নয়
- কিরে তোর কনভার্স গুলা দারুণ তো
- থ্যাঙ্কস দোস্ত নিউমার্কেট থেকে কিনছি
- দাম কত
- ৫শ টাকা
- ওহ
বড়লোকের ছেলেরা নাক কুচকায়। তাতে মধ্যবিত্ত ছেলেটার বয়েই গেছে।
এই কনভার্স তার #আব্বুর_মাস্টারি করে সত টাকায় ইনকাম করে কেনা । এই কনভার্স অহেতুক বিলাসিতার আভিজাত্য নেই কিন্তু মাথার ঘাম পায়ে ফেলার অহংকার মিশে আছে।
মধ্যবিত্ত ছেলেদের #ভালোবাসার ফাদে ফেলা সহজ, ভেঙ্গে চুরমার করা আরো সহজ, কিন্তু পরাজিত করা সম্ভব না। হঠাত কোন এক মধ্যবিত্ত চোখে আর মনে আবির লাগাতে আসে কোন এক স্বপ্নকন্যা। দু চার দিন ফিসফাস হয়। তুমুল গতিতে চলে #প্রোজেক্ট_ভালোবাসা।
- আচ্ছা শুন তুমি কিন্তু যখন গ্রামের বাড়ীতে থাকবা
- হুম
- আমি রোজ তিনবার ফোন দেব
- কেন
-টেনশন লাগবে না
অতপর #যাবতীয়_টেনশন ছেলের ঘাড়ে চাপিয়ে স্বপ্নকন্যা দুস্বপ্ন দিয়ে ভেগে যায়। ভেঙ্গে চুরমার করে দিয়ে যায়। মধ্যবিত্ত ছেলেরা আবার কষ্টকে আকড়ে ধরতে ভালোবাসে। কষ্ট আকড়ে পড়ে থাকে ভাঙ্গা মনে। কিন্তু সে দিন দিন না। একদিন মধ্যবিত্ত ছেলেদের কানে কানে কে যেন বলে
- তুমি শুধু তোমার না। তুমি তোমার বাবা মায়ের।
তারপর যাবতীয় #হৃদয়ঘটিত_কষ্টকে তুড়ি মেরে উড়িয়ে ঠিকি উঠে দাঁড়ায় মিডলক্লাস ছেলেরা। ব্রোকেন বাট নট ডিফিটেড।
#মধ্যবিত্ত_ছেলে_মেয়েদের_সংবিধানে_তাই_হার_বলে_কোন_শব্দ_নেই।
বাবা চাকরি করে এক মফস্বলের স্কুলে। ছেলেকে পড়ানোর জন্য চট্টগ্রাম পাঠিয়েছে। বড়লোক বন্ধুরা #দামী_কনভার্স পড়ে ক্লাসে যায়। মফস্বলের মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা ছেলেটার পায়ে থাকে নিউমার্কেট থেকে কেনা সস্তা কনভার্স। কনভার্স সস্তা হলেও অনুভুতি সস্তা নয়
- কিরে তোর কনভার্স গুলা দারুণ তো
- থ্যাঙ্কস দোস্ত নিউমার্কেট থেকে কিনছি
- দাম কত
- ৫শ টাকা
- ওহ
বড়লোকের ছেলেরা নাক কুচকায়। তাতে মধ্যবিত্ত ছেলেটার বয়েই গেছে।
এই কনভার্স তার #আব্বুর_মাস্টারি করে সত টাকায় ইনকাম করে কেনা । এই কনভার্স অহেতুক বিলাসিতার আভিজাত্য নেই কিন্তু মাথার ঘাম পায়ে ফেলার অহংকার মিশে আছে।
মধ্যবিত্ত ছেলেদের #ভালোবাসার ফাদে ফেলা সহজ, ভেঙ্গে চুরমার করা আরো সহজ, কিন্তু পরাজিত করা সম্ভব না। হঠাত কোন এক মধ্যবিত্ত চোখে আর মনে আবির লাগাতে আসে কোন এক স্বপ্নকন্যা। দু চার দিন ফিসফাস হয়। তুমুল গতিতে চলে #প্রোজেক্ট_ভালোবাসা।
- আচ্ছা শুন তুমি কিন্তু যখন গ্রামের বাড়ীতে থাকবা
- হুম
- আমি রোজ তিনবার ফোন দেব
- কেন
-টেনশন লাগবে না
অতপর #যাবতীয়_টেনশন ছেলের ঘাড়ে চাপিয়ে স্বপ্নকন্যা দুস্বপ্ন দিয়ে ভেগে যায়। ভেঙ্গে চুরমার করে দিয়ে যায়। মধ্যবিত্ত ছেলেরা আবার কষ্টকে আকড়ে ধরতে ভালোবাসে। কষ্ট আকড়ে পড়ে থাকে ভাঙ্গা মনে। কিন্তু সে দিন দিন না। একদিন মধ্যবিত্ত ছেলেদের কানে কানে কে যেন বলে
- তুমি শুধু তোমার না। তুমি তোমার বাবা মায়ের।
তারপর যাবতীয় #হৃদয়ঘটিত_কষ্টকে তুড়ি মেরে উড়িয়ে ঠিকি উঠে দাঁড়ায় মিডলক্লাস ছেলেরা। ব্রোকেন বাট নট ডিফিটেড।
#মধ্যবিত্ত_ছেলে_মেয়েদের_সংবিধানে_তাই_হার_বলে_কোন_শব্দ_নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন