শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

সময়ের প্রয়োজনে""""""""

ছোটবেলা সবারই একজন ভাল খেলার সাথী বা বন্ধু থাকে। সেই প্রিয় সাথীকে / বন্ধুকে তখন এক মুহুর্তের জন্যও ভুলা দায়। অথবা অতীতে অনেকেরই প্রিয় কোন বন্ধু/বান্ধবী ছিল, যার সাথে জুড়ে থাকে জীবনের মুল্যবান সৃতি। যার সাথে কাটে জীবনের অনেকটা গুরুত্বপূর্ণ সময়।

সময়ের প্রয়োজনে আজ দুইজন দুই পৃথিবীতে। কারও সাথে কেউ দেখা করেন না বা দেখা হয়না। সময়ের ব্যাবধানে কথাও হয় না। অথবা অনেকেরই সেই প্রিয় মানুষের কথা মনেই হয়না।

একসময় নীল রং অথবা লাল রং এর প্রিয় জামাটা সারাদিন গায়ে জড়িয়ে ঘুরে বেড়াতে ইচ্ছে করে। সেই জামা ছাড়া চলেই না। হাজারও জামার মধ্যে প্রিয় একটি। যেন ভালবাসার সংমিশ্রণে তৈরী।

সময়ের প্রয়োজনে অনেকেই ভুলে যায়, তার প্রিয় রং কি ছিল? কখনো তার মনেও পড়েনা, সে তার প্রিয় রং এর জামাটি
গায়ে দিয়ে কত রাজপুত্র/ রাজকন্যার সাথে তুলনা করেছে নিজেকে নিজেই। ব্যাস্থতার ফাঁকেফাঁকে কখনো কি মনে পড়ে সেই প্রিয় শার্ট, টি-শার্ট, অথবা নীল জামার কথা।

একসময়ের প্রিয় সু পুরোনো হয়ে পড়ে থাকে ব্যালকনিতে। ময়লা টি-শার্ট আর ছেঁড়া জোতুর কথা সবার মনে না থাকারই কথা।

একসময় হাজার গানের মধ্যে একটি গান থাকে যেটা খুব প্রিয়। অন্তত একশো বার শুনার পরেও আবার শুনতে ইচ্ছে হয়। বারে বারে শুনতে ইচ্ছে হয়। তখন অজানা একটা ভাল লাগা থাকে এর মাঝে। সময়ের প্রত্যাবর্তনে সে গানটি কখন হারিয়ে যায়? সেটা কখনো জানতে পারেনা বা জানতে চায়না নিজেই।

একসময় আমাদের প্রিয় কিছু জিনিষ থাকে, যা আমাদের এত প্রিয় হয়ে ওঠে যে, সেটা ছাড়া আমাদের চলেই না।সময় মানুষকে এতটা পরিবর্তন করতে পারে যে, সময়ের সাথে সাথে মানুষের প্রিয় জিনিষের চাহিদা পরিবর্তন হয়ে যায়। কখন এসব হয় সেটা কেউ বুঝতে পারেনা।
.
প্রিয় মানুষের ক্ষেত্রে, কখনো নতুন কারও আগমনে সেই অতীতের প্রিয় মানুষকে কেউ কেউ ভুলে যায়।
অনেকে ইচ্ছে করে ভুলে যায়। আবার অনেকে সময়ের প্রয়োজনে ভুলতে বাধ্য হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন