প্রিয় সুমন ভাই আমাগোর বেজবাবার আজ জন্মদিন
শুভ জন্মদিন সুমন ভাই।
তোমারে আমার সেলেব্রেটি মনে হয়না ,লেজেন্ড মনে হয়না আপন মনে হয়। পরিচয় ছাড়া আপন কজন হইতে পারে বলো। তুমি নিজেও জানোনা তোমার গান ,তোমার ক্যান্সারের সাথে যুদ্ধ নিরবে কত ভেঙ্গে পরা তারছিড়াদের উঠে দাড়াতে শক্তি যুগিয়েছে
শুভ জন্মদিন সুমন ভাই।
তোমারে আমার সেলেব্রেটি মনে হয়না ,লেজেন্ড মনে হয়না আপন মনে হয়। পরিচয় ছাড়া আপন কজন হইতে পারে বলো। তুমি নিজেও জানোনা তোমার গান ,তোমার ক্যান্সারের সাথে যুদ্ধ নিরবে কত ভেঙ্গে পরা তারছিড়াদের উঠে দাড়াতে শক্তি যুগিয়েছে
আমাদের বেজবাবার
ক্যান্সার নামক মৃত্যুর সাথে ছয় বছরের যুদ্ধটার কথা কয়জন জানে?এগারোবার
সার্জনের ছুরি কাচি নীচের যাইয়াও যে প্রতিবার ক্যান্সার কে মিডল সিঙ্গার
টা দেখাইয়া বলে
- ইয়ো বীচ আমিও বেজবাবা
৯২ তে ফিলিংস ব্যান্ডে গুরু জেমসের পেছনে এক মোটাসোটা তরুণ বেজ বাজাত। কে জানত সে তরুণের.মধ্যে বারুদ লুকিয়ে আছে। মাঝখানে ফিলিংস থেকে বেরিয়ে যোগ দিল ওয়ারফেইজে।.বেরোল তার প্রথম অ্যালবাম সুমন ও অর্থহীন। এরপর নিজেই ব্যান্ড বানাল অর্থহীন নামে।
মজার ব্যাপার হল ফিলিংস এ থাকার সময় বেজবাবার নিজের বেজগিটার ছিলনা। গুরু জেমস একটা কনসার্টের পেমেন্ট থেকে বারো হাজার টাকা সেভ করে তাদের সুমনের বেজ কেনার জন্য। সুমনের যে বেজ নাই
কি অদ্ভুত তাই না। এক গুরু যেন আরেক গুরুর হাতে লেগেসির ব্যাটনটা হস্তান্তর করলেন
বাকিটা এক অদ্ভুত ছেলের তারছিড়া বেজবাবা হয়ে উঠার গল্প।আমরা যারা আর্মি স্টেডিয়াম ,সুলতানা কামাল কমপ্লেক্সে কনসার্টে কনসার্টে দাপাইয়া বেড়াইছি আমাদের ন্যাশনাল এন্থাম ছিল কি জানেন ?
অর্থহীনের চাইতে পারো
কেউ প্রেম করতে পারতেসেনা আর কেউ প্রেম কইরা ছ্যাক খাইয়া গেছে। সে জেদের কারণেই হয়ত আমাদের কাছে চাইতে পারো গানটা ছিল জেদ ,রাগ প্রকাশের মোক্ষম অস্ত্র।
তারছিড়া সৃস্টিশীল ক্রিয়েটিভ ছেলেদের যখন সমাজ নাম দিল নষ্ট ছেলে বেজবাবা তখন তাদের নিয়ে গান বের করল অদ্ভুত ছেলে
দিস ইজ দা এফেক্ট অফ বেজবাবা।
এভাবেই গিটার টাকে অস্ত্র বানিয়ে পৌছে গিয়েছিলেন আমাদের মত তারছিড়া তরুণদের একদম কলিজায়
সারা পৃথিবীর কাছে তুমি কি জানিনা,কিন্তু এই বাংলার তারছিড়াদের কাছে তুমি বিদ্রোহের এক জ্বলন্ত অগ্নিশিখা হয়ে রয়ে যাবা মরণের পরেও ,যে স্বপ্নবাজ পাগলটা লাখো স্বপ্নবাজ তারছিড়াদের স্বপ্ন দেখার সাহস যুগিয়েছিল
- ইয়ো বীচ আমিও বেজবাবা
৯২ তে ফিলিংস ব্যান্ডে গুরু জেমসের পেছনে এক মোটাসোটা তরুণ বেজ বাজাত। কে জানত সে তরুণের.মধ্যে বারুদ লুকিয়ে আছে। মাঝখানে ফিলিংস থেকে বেরিয়ে যোগ দিল ওয়ারফেইজে।.বেরোল তার প্রথম অ্যালবাম সুমন ও অর্থহীন। এরপর নিজেই ব্যান্ড বানাল অর্থহীন নামে।
মজার ব্যাপার হল ফিলিংস এ থাকার সময় বেজবাবার নিজের বেজগিটার ছিলনা। গুরু জেমস একটা কনসার্টের পেমেন্ট থেকে বারো হাজার টাকা সেভ করে তাদের সুমনের বেজ কেনার জন্য। সুমনের যে বেজ নাই
কি অদ্ভুত তাই না। এক গুরু যেন আরেক গুরুর হাতে লেগেসির ব্যাটনটা হস্তান্তর করলেন
বাকিটা এক অদ্ভুত ছেলের তারছিড়া বেজবাবা হয়ে উঠার গল্প।আমরা যারা আর্মি স্টেডিয়াম ,সুলতানা কামাল কমপ্লেক্সে কনসার্টে কনসার্টে দাপাইয়া বেড়াইছি আমাদের ন্যাশনাল এন্থাম ছিল কি জানেন ?
অর্থহীনের চাইতে পারো
কেউ প্রেম করতে পারতেসেনা আর কেউ প্রেম কইরা ছ্যাক খাইয়া গেছে। সে জেদের কারণেই হয়ত আমাদের কাছে চাইতে পারো গানটা ছিল জেদ ,রাগ প্রকাশের মোক্ষম অস্ত্র।
তারছিড়া সৃস্টিশীল ক্রিয়েটিভ ছেলেদের যখন সমাজ নাম দিল নষ্ট ছেলে বেজবাবা তখন তাদের নিয়ে গান বের করল অদ্ভুত ছেলে
দিস ইজ দা এফেক্ট অফ বেজবাবা।
এভাবেই গিটার টাকে অস্ত্র বানিয়ে পৌছে গিয়েছিলেন আমাদের মত তারছিড়া তরুণদের একদম কলিজায়
সারা পৃথিবীর কাছে তুমি কি জানিনা,কিন্তু এই বাংলার তারছিড়াদের কাছে তুমি বিদ্রোহের এক জ্বলন্ত অগ্নিশিখা হয়ে রয়ে যাবা মরণের পরেও ,যে স্বপ্নবাজ পাগলটা লাখো স্বপ্নবাজ তারছিড়াদের স্বপ্ন দেখার সাহস যুগিয়েছিল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন