বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬

রাতজাগাটাও সুখি ছিল

একদল মানুষ আছে যারা কোন কারণ ছাড়াই রাত জাগে। মেডিকেল সায়েন্স যাদের নাম দিয়েছে ইনসোমনিয়াক‬। বিষয়টা নেশার মত। ঘুম আসে তবু জেগে থাকে। অস্থিরতা কাজ করে। গান শুনে। রবীন্দ্রসঙ্গীতে চোখ ভাসায়।
হটাত জেদ ওঠে। না আর কাদব না আমি। চালিয়ে দেয় রকিং ডেথ_মেটাল‬। সক্কোলকে ভেঙ্গে খান খান করে দোব। প্রচন্ড বৈদ্যুতিক ছুতার্। জেদ কমে হতাশায় আসে। রাত তখন দুটো কিংবা তিনটা। জীবনানন্দতে এসে থামে।
ঘুমাবার‬ মতন হৃদয় হারিয়ে ফেলেছে । শেষে এসে অনুভুতিহীন হয়। পালস চালু নার্ভ মৃত। কবর থেকে উঠে আসা জীবন্মৃতের মত তাকিয়ে থাকে এক দৃষ্টিতে মোবাইলের দিকে। জানেনা কি খুজছে ,কি দেখছে কি পড়ছে। খুজে বেরায় ইনবক্সের ইতিহাসে পড়ে থাকা অবহেলিত কথাগুলো। একদার স্বপ্নগুলো। হুট করে একফোটা জল গড়িয়ে পড়ে গাল বেয়ে। একটি ঝরের পুর্বাভাস। অভিমানের ঝর্।
অকারণে রাত জাগা মানুষগুলোর পেছনের গল্পটা কি জানা আছে?
গল্পটা‬ কিন্তু প্রচন্ড রোমান্টিক। একদা তারাও প্রথম দলের সদস্য ছিল। কেউ ছিল, কথা ছিল ,একশোটা স্বপ্ন ছিল ,রাতজাগাটাও সুখি ছিল। আজ কেউ নেই ,রাতজাগা আছে। রাতজাগার অভ্যেস ধরিয়ে কেউ চলে যায় , অভ্যেসটা কিন্তু ঠিকি রয়ে যায়...
বাই দা ওয়ে আমার মত একদল মানুষ আছে যারা মুভি দেখার জন্য রাত জাগে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন