নিজের আদরের পশুটিকে কোরবানি দিতে গিয়ে কোন গৃহস্থের কান্না দেখার ইচ্ছা আমার অনেকদিনের। সমস্ত সোয়াব যে ওই চোখের জলের মাঝেই আছে!
পশু কোরবানির দৃশ্য দেখিনা আজ অনেক বছর।আজকাল আমাদের কোরবানির ঈদ বড্ড মাংসনির্ভর হয়ে গেছে। সমান তিনভাগ করি ঠিকই। কিন্তু চর্বি আর হাড়গুলো বেশিরভাগ কিভাবে যেন গরীব আত্মীয় আর মিসকিনদের ভাগে চলে যায়। আমরা ভুলেই যাই "আল্লাহ্র কাছে পশুটির রক্ত-মাংস পৌঁছায় না, পৌঁছায় আমাদের তাকওয়া"। এদিকে আমরা নতুন আরেকটা ডীপ ফ্রীজ কিনে মাংসের হিসাব করে যাই, আর ওদিকে "তাকওয়া" মিসকিনদের সাথে কলাপ্সিবল গেটের বাইরে অবহেলায় পড়ে থাকে!
পশু কোরবানির দৃশ্য দেখিনা আজ অনেক বছর।আজকাল আমাদের কোরবানির ঈদ বড্ড মাংসনির্ভর হয়ে গেছে। সমান তিনভাগ করি ঠিকই। কিন্তু চর্বি আর হাড়গুলো বেশিরভাগ কিভাবে যেন গরীব আত্মীয় আর মিসকিনদের ভাগে চলে যায়। আমরা ভুলেই যাই "আল্লাহ্র কাছে পশুটির রক্ত-মাংস পৌঁছায় না, পৌঁছায় আমাদের তাকওয়া"। এদিকে আমরা নতুন আরেকটা ডীপ ফ্রীজ কিনে মাংসের হিসাব করে যাই, আর ওদিকে "তাকওয়া" মিসকিনদের সাথে কলাপ্সিবল গেটের বাইরে অবহেলায় পড়ে থাকে!
মনটা খারাপ লাগছে। কত দুঃসংবাদ চারপাশে! ট্যাম্পাকোর ধ্বংসাবশেষ থেকে
পাওয়া লাশের সংখ্যা বাড়ছে। আহত-নিহতদের পরিবারে ঈদ নেই। টিভি নিউজে ওদের
কান্না দেখে খারাপ লাগছে। আবার দেখলাম ভারতে গোমাংস খাওয়ার শাস্তিস্বরুপ
তরুণীদের গণধর্ষণ করা হয়েছে। পিটিয়ে মেরে ফেলা হয়েছে দুইজনকে। এত নিষ্টুরতা
চারিদিকে! অস্থির লাগে। তবুও এর মাঝেই ঈদ উদযাপন করছি। চেষ্টা চালিয়ে
যাচ্ছি নিজের মনের পশুটিকে জবাই দিতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন