সেরা পাঁচ ব্যাবসা সফল মুভি
প্রিয়াঙ্কা চোপড়ার দীর্ঘ ক্যারিয়ারে ব্যার্থ ছবির সংখ্যা যেমন অনেক বেশী
তেমনি সফল ছবির সংখ্যাও অনেক। জনপ্রিয় বক্স অফিস পোর্টাল বক্স অফিস
ইনডিয়ার তথ্য মতে প্রিয়াঙ্কা চোপড়ার ক্যারিয়ারের সেরা পাঁচ ব্যাবসা সফল ছবি
হচ্ছে …
১- কৃষ ৩
২০১৩ এ মুক্তি পাওয়া ছবিটি ঋতিক- প্রিয়াঙ্কা জুটির প্রথম ছবি ”কৃষ” এর
সিকুয়েল। ছবিতে প্রিয়াঙ্কা চোপড়ার চরিত্র ও অভিনয় প্রশংসিত না হলেও ছবিটি
বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে। ছবিতে কঙ্গনা রানাউত এবং বিবেক ওবেরয় ভিলেইন
চরিত্রে প্রশংসিত অভিনয় করেন।
২- কৃষ
প্রিয়াঙ্কা চোপড়ার ক্যারিয়ারের প্রথম ব্লকবাষ্টার ছবি এটি। ২০০৬ সালে
মুক্তি পাওয়া ছবিটি গত দশকের অন্যতম জনপ্রিয় ছবি। ঋতিক রোশন ছবির প্রধান
চরিত্রে অভিনয় করলেও প্রিয়াঙ্কা চোপড়ার গ্লামারাস্ অবতার সে সময়
কিশোর-তরুন দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
৩- অগ্নিপথ
২০১২ সালে মুক্তি পাওয়া ছবিটিতে প্রিয়াঙ্কা চোপড়া ঋতিক রোশনের বিপরীতেই
পর্দায় আসেন। ছবিতে ক্যাটরিনা কাইফের আইটেম সং ”চিকনী চামেলি” যতটা সাড়া
ফেলে প্রিয়াঙ্কা চোপড়ার পার্ফরমেন্স ততোটা সাড়া ফেলতে ব্যার্থ হয়।
তবে ঋতিক রোশনের সাথে তার ক্যামেষ্ট্রি দর্শক মাত্রই মুগ্ধ করে।
৪- বার্ফী
২০১২ সালে মুক্তি পাওয়া ছবিটি প্রিয়াঙ্কার ক্যারিয়ারের সেরা ছবির একটি।
ছবিটি একদিকে ব্যাপক প্রশংসা পায়, অন্যদিকে ব্যাবসাও করে দারুন রকম। রনবির
কাপুর নাম ভূমিকায় অভিনয় করলেও প্রিয়াঙ্কার করা অটিস্টিক কিশোরী ঝিলমিল
চরিত্রটি ব্যাপক প্রশংসা পায়।
৫- বাজিরাও মাস্তানী
সমালোচকদের মতে ছবিটি যতোটা না বাজিরাও মাস্তানী তার চেয়ে বেশী বাজিরাও
কাশিবাই। প্রিয়াঙ্কা চোপড়া কাশিবাই চরিত্রে দর্শক-সমালোচকদের মুগ্ধ করে
দিয়েছেন। এ ছবির জন্য পিসি তার ৫ম ফিল্মফেয়ার এওয়ার্ড অর্জন করেন। রনবীর
সিং এর সাথে তার ক্যামেষ্ট্রি দারুন সাড়া পায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন