বিশ্বব্যাপী মুক্তিঃ ৬ই মে ২০১৬
অভিনয়েঃ ক্রিস এভান্স, রবার্ট ডাউনি জুনিয়র, স্কারলেট জোহান্সন, সেবাস্টিয়ান স্টেন, জেরেমি রেনার, পাউল বেটানি, পাউল রোদ, টম হ্যামেন সহ আরো অনেকে।
পরিচালনাঃ এন্থনী রুশো এবং জো রুশো
প্রযোজকঃ কেভিন ফেইজ
প্রযোজনাঃ মার্বেল স্টুডিও এবং মার্বেল এন্টারটেইনমেন্ট
কাহিনিঃ সিভিল ওয়ার এর উপর ভিত্তি করে
চিত্র্যনাট্যঃ ক্রিস্টোফার মার্কাস এবং স্টিফেন ম্যকফেলি
সম্পাদনাঃ জেফ্রি ফ্রড এবং ম্যাথিউ স্মিদিত
সিনেমাটোগ্রাফীঃ ট্রেন্ট অপালচ
সংগীতঃ হেনরি জ্যাকমেন
কাহিনী সংক্ষেপঃ আল্ট্রন অফেন্সিভ এর কারনে সৃষ্ট ব্যাটেল অফ জোকোভিয়া’র কারনে বেশ ধ্বংসাত্মক কর্মকান্ড এবং প্রানহানী ঘটেছিল।এছাড়া ব্যাটেল অফ নিউইয়র্ক এও হয়েছিল ব্যাপক ক্ষয়ক্ষতি।যার ফলে ইউনাইটেড ন্যাশনস এভেঞ্জার সহ অন্যান্য সুপারহিরোদের নিয়ন্ত্রনে রাখার জন্য ‘জোকোভিয়া চুক্তি’ উত্থাপন করে।এই চুক্তি নিয়েই প্রাথমিকভাবে এভেঞ্জার্সদের মধ্যে কনফ্লিক্ট হয়।যার কারনে এরা দুই ভাগে বিভক্ত হয়ে যায়।তবে একে অন্যের প্রতি লড়াইয়ে মত্ত হওয়ার পেছনে ছিল আরেক মাস্টারমাইন্ড এর কারসাজি।কে সে! কি তার উদ্দেশ্য!শেষ পর্যন্ত কি হয় এভেঞ্জার্সদের!কোন টীম জিতে যায়! এগুলা নিয়েই পুরো মুভিটা।এতদিন এই মুভির আলোচনায় অনেককেই অনেক কিছু প্রেডিক্ট করতে দেখছিলাম।মজার ব্যাপার আমি যতগুলা প্রেডিকশন দেখেছি বিভিন্ন ক্যারেক্টার এর ব্যাপারে কোনটাই সঠিক হয়নি।আর যদি ভাবেন এটা বেশিরভাগ মার্ভেল মুভির মত নরমাল স্ক্রিপ্ট এর মুভি বা যদি মনে করেন স্টোরি আপনার আগেই জানা তাহলে আপনি একটা জন স্নো। ইউ নো নাথিং!!!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন