ইচ্ছেগুলোকে আটকে রেখেছি-
প্রিয় সেই কাঁচের বয়ামে,
মাঝে মাঝে দেখি পলকহীন অপলক।
ওরা হৈ চৈ করে বেরুবার জন্য,
তবু অবাধ্য হয়না,
আটকে থাকে আমার নিষেধে।
সম্পর্ক ও দূরত্ব, সংযোজন-বিয়োজন , হিসাব- নিকাশ , চাওয়া - পাওয়া এমন কি সামাজিক ও মানবিক সব কিছুই পাবেন এক জীবনে।
আসলে জীবন একটা আনলিমিটেড কী ওয়ার্ড লিস্ট। আর এই কী ওয়ার্ড লিস্টের মালিক আপনি। যখন যে কী ওয়ার্ড চান মুছে দিতে পারেন। চাইলে আবার নতুন একটা কী ওয়ার্ড যোগ করে নিতে পারেন।
প্রিয় সেই কাঁচের বয়ামে,
মাঝে মাঝে দেখি পলকহীন অপলক।
ওরা হৈ চৈ করে বেরুবার জন্য,
তবু অবাধ্য হয়না,
আটকে থাকে আমার নিষেধে।
সম্পর্ক ও দূরত্ব, সংযোজন-বিয়োজন , হিসাব- নিকাশ , চাওয়া - পাওয়া এমন কি সামাজিক ও মানবিক সব কিছুই পাবেন এক জীবনে।
আসলে জীবন একটা আনলিমিটেড কী ওয়ার্ড লিস্ট। আর এই কী ওয়ার্ড লিস্টের মালিক আপনি। যখন যে কী ওয়ার্ড চান মুছে দিতে পারেন। চাইলে আবার নতুন একটা কী ওয়ার্ড যোগ করে নিতে পারেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন