শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১২

youtube দেখার অনেক কৌশল

  • ১. প্রথমে আপনার মজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করে এড্রেসবারে লিখুন http://www.proxy-server.at এবং এন্টার করুন। নিচের চিত্রের মত পেইজ ওপেন হবে।

  • ২. চিত্রের ২ নং জায়গায় লিখুন http://www.youtube.com চিত্রে যেভাবে দেওয়া অছে ঠিক সেভাবে এবং এন্টার এ ক্লিক করুন।নিচের চিত্রের মত youtube ওপেন হবে।

  • ৩. youtube সার্চ বক্সে আপনি কি ভিডিও দেখতে চাচ্ছেন লিখুন এবং এন্টার প্রেস করুন অথবা সার্চ এ ক্লিক করুন।

  • ৪. উপরের চিত্রের ৩ নং এর মত আপনার কাংক্ষিত ভিডিওর চিত্রের উপর ক্লিক করুন। লেখা লিংক এর উপর ক্লিক করলে অনেক সময় এরর মেসেজ দেখাতে পারে। ক্লিক করার পর নিচের চিত্রের মত পেইজ আসবে এবং ভিডিও প্লে হবে।

  • ৫. আপনি যদি Internet Download Manager ব্যবহার করেন তাহলে ভিডিও প্লে হবার পর উপরের চিত্রের মত ডাউনলোড এর অপশন আসবে। ডাউনলোড করার জন্য চিত্রের চিহ্নিত অপশন এ ক্লিক করুন।

  • ৬. Start Download অপশন এ ক্লিক করুন ডাউনলোড শুরু হবে। যদি Start Download এ ক্লিক করার একটু পর কোন মেসেজ সো করে yes অপশন এ ক্লিক করুন ডাউনলোড শুরু হবে।

৭. ডাউনলোডের সময় লোডশেডিং এর কারনে বন্ধ হয়ে গেলে কোন সমস্যা নেই রিজিউম অথবা রিডাউনলোড করা যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন